সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


অস্ট্রেলিয়ার উপকূলে এক সঙ্গে ৯০ তিমির মৃত্যু


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২০ ২৩:০১

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০৫:৫২

 

প্রভাত ফেরী: অস্ট্রেলিয়ান তাসমানিয়া অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় আটকে পড়েছে ২৭০টি তিমি। অন্তত ৯০টি তিমি এরইমধ্যে মারা গেছে। মৃত্যু ঝুঁকিতে আছে আরও অনেকগুলো। অস্ট্রেলীয় উদ্ধারকারী দলকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার দ্বীপ রাজ্য তাসমানিয়ার পশ্চিম উপকূলে আটকে পড়া তিমিগুলোর সন্ধান পাওয়া যায়। এদিন সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছায় তাসমানিয়ান মেরিন কনজারভেশন প্রোগ্রাম-এর উদ্ধারকারীরা। তারা দেখতে পান ম্যাককোয়ারি হেডস এলাকায় তিনটি দলে তিমিগুলো আটকা পড়েছে। ওই এলাকায় জাহাজ চলাচলের পথ খুব সীমিত। উদ্ধারকারীরা জানান, প্রায় ২০০টি তিমি তীরে এসে বালুর মধ্যে আটকা পড়েছে। তার থেকে কয়েক কিলোমিটার ‍দূরে আটকা পড়েছে ৩০টি তিমি। আর আরও ৩০টি তিমি পাওয়া গেছে ওশেন বিচ এলাকায়। বেশিরভাগ তিমিই এমন জায়গায় আটকা পড়েছে যেখানে উদ্ধারকারীদের পৌঁছানো কঠিন। তবে এরইমধ্যে জীবিত উদ্ধার হওয়া কিছু তিমিকে মঙ্গলবার সকালে পানিতে ফেরত পাঠিয়েছে ৪০ সদস্যের উদ্ধারকারী দল। বালুময় তীর এলাকা থেকে বিশেষ যন্ত্রের সাহায্যে ধাক্কা দিয়ে তাদেরকে পানিতে ফেরত পাঠানো হয়েছে।

সোমবার স্থানীয়রা তিমির ওই বিশাল দলটিকে উপকূলে দেখতে পান। তিমিগুলো উপকূলে আটকা পড়েছিল। ফলে পানির অভাবে ছটফট করতে করতেই অনেক তিমির মৃত্যু হয়েছে। বিশালসংখ্যক এই তিমির দলটিকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সমুদ্র বিশেষজ্ঞ ও পরিবেশকর্মীরা। তাসমানিয়া দ্বীপে দেখতে পাওয়া সামুদ্রিক ডলফিন প্রজাতির এই পাইলট তিমি সাধারণত লম্বায় সাত মিটার বা ২৩ ফুট হয় এবং এগুলোর ওজন হয় প্রায় তিন টন।

কিভাবে ওই তিমিগুলো উপকূলে এসে আটকা পড়ল, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিমির উপকূলে আসার ঘটনা প্রায়ই ঘটে থাকে। কিন্তু একসঙ্গে এত তিমি সচরাচর দেখা যায় না।

তাসমানিয়ার মেরিটাইম কনজারভেশন প্রগ্রামের বিজ্ঞানীরা জানিয়েছেন, ওই তিমিগুলো তিনটি দলে বিভক্ত ছিল। উদ্ধারকারীরা সোমবার রাতে সেখানে উপস্থিত হয়ে তিমিগুলো দেখতে পান। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড উপকূলে প্রায়ই এভাবে দল বেঁধে তিমিগুলোকে আসতে দেখা যায়। গবেষকরা বলছেন, এসব তিমি দলে দলে চলাফেরা করে এবং এগুলোর মধ্য থেকে একজন দলনেতাও থাকে।

এর আগে ২০১৮ সালেও নিউজিল্যান্ড উপকূলে দুই শতাধিক পাইলট তিমির মৃত্যু হয়েছিল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top