সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


বন্ধ হচ্ছে অস্ট্রেলিয়ায় গুগল


প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারি ২০২১ ১৮:২৭

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৬:৪৯

 

প্রভাত ফেরী: কয়েক মাস ধরে গুগুলের সঙ্গে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত কিছু বিষয়ে অস্ট্রেলিয়া সরকারের বিরোধ বাধে। সেই বিরোধের জেরে এবার সামনের সপ্তাহ থেকে অস্ট্রেলিয়ায় বন্ধ হতে চলেছে গুগল সার্চ ইঞ্জিন। সূত্রের খবর

নিজেদের সাইটে স্থানীয় সংবাদ পরিবেশনের ক্ষেত্রে প্রকাশকদের অর্থ দিতে হবে বলে গুগল, ফেসবুকের মত সংস্থার ওপরে ফরমান জারি করতে চলেছে অস্ট্রেলিয়ার স্কট মরিসনের সরকার। সোমবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এবিষয়ে বিল পাশ হতে চলেছে। ক্যাবিনেটের সেনেট কমিটি শনিবার এই বিলে সায় দিয়েছে।

কিন্তু প্রথম থেকেই এই নতুন বিলটির বিরোধিতা করে গুগলের মূল সংস্থা অ্যালফাবেট। সংস্থার সিইও সুন্দর পিচাই থেকে শুরু করে ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ প্রধানমন্ত্রী স্কট মরিসনকে ফোন করে আগেই কথা বলেছিলেন কিন্তু কোনও সুরাহা হয়নি। 

গুগল পিছু হটলে অন্য কয়েকটি তথ্য প্রযুক্তি সংস্থা জায়গা পূরণের জন্য ঝাঁপাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই দৌড়ে ১ নম্বরে রয়েছে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিংগ। সংস্থার সিইও সত্য নাদেল্লার সঙ্গে মরিসনের কথা হয়েছে বলে জানা গিয়েছে।

মরিসন অবশ্য জানিয়েছেন, খুব সম্প্রতি গুগলের সঙ্গে সরকারি স্তরে কিছু আলোচনা হয়েছে, যার ফল সদর্থক। এই বিল পাশ হলে অস্ট্রেলিয়া থেকে তাদের সার্চ ইঞ্জিন সরিয়ে নিতে হবে বলেই জানিয়ে দিল গুগল। অস্ট্রেলিয়া প্রশাসনের দাবি, স্থানীয় সংবাদসংস্থাগুলিকে চাঙ্গা করতে তাদের এই পদক্ষেপ। আর এই পদক্ষেপ তাদের আজ না হলে কাল নিতেই হত।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top