সিডনী বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১


ফ্রান্সের সজাগ থাকা উচিত ছিল- মরিসন


প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২১ ২১:১৭

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২১ ২১:৪৯

 

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে অকুস নামে বিশেষ নিরাপত্তা চুক্তি সাক্ষর করার ফলে অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন তৈরির প্রযুক্তি দেওয়া হবে। এই পদক্ষেপ অস্ট্রেলিয়ার সাথে ফ্রান্সের স্বাক্ষরিত বহু বিলিয়ন ডলারের চুক্তিকে ব্যর্থ করে দিয়েছে।

দুই দেশের সঙ্গে অস্ট্রেলিয়ার নতুন চুক্তি হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ফ্রান্সকে বিষয়টি জানানো হয়। এই চুক্তিকে কেন্দ্র করে দেশ দুইটি মিথ্যা বলেছে- এমন অভিযোগ তুলেছে ফ্রান্স। এর আগে, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে নিজেদের রাষ্ট্রদূতও প্রত্যাহার করেছে ফরাসিরা। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লে ড্রায়ান এক সাক্ষাৎকারে বলেছেন, নিরাপত্তা চুক্তির মাধ্যমে দেশ দুটি ফ্রান্সের সঙ্গে বিশ্বাসভঙ্গ ও অপমানজনক আচরণ করেছে।

মিথ্যা বলার অভিযোগ অস্বীকার করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, চুক্তিটি ভঙ্গের প্রস্তুতির বিষয়ে ফ্রান্সের সজাগ থাকা উচিত ছিল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top