সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


অস্ট্রেলিয়া দিবস ২০২২ এ ষোল হাজার জনের নাগরিকত্ব গ্রহণ


প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২২ ০০:৩২

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ২০:৫২

 

প্রভাত ফেরী: অস্ট্রেলিয়া দিবসের দিন সারা দেশে বিভিন্ন স্থানে চার’শটি নাগরিকত্ব প্রদান উৎসব অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়ার নাগরিক হবার জন্য ১৫০টি জাতিরাষ্ট্রের ১৬ হাজার জন মানুষ এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তেমনি একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ক্যানবেরায়। ক্যানবেরার বার্লি গ্রিফিন হ্রদের তীরে ঐদিন ২৯ জন নতুন অস্ট্রেলীয় নাগরিককে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি নতুন নাগরিকদের বরণ করে স্বাগত জানিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া বন্যা, খরা, অতিমারী সহ বিভিন্ন সংকট পেরিয়ে এসেছে। এই সংকটকালে দেশের সবার ঐক্যবদ্ধ প্রয়াসের জন্য তিনি দেশবাসীকে ধন্যবাদ জানান। 

সিরিয়ার গৃহযুদ্ধ থেকে বেঁচে আসা একটি আরমেনিয়ান পরিবার এবার নাগরিকত্ব গ্রহণ করেছেন। পরিবারের বধু ,দুই সন্তানের জননী নায়িরি ইনজেজিকিয়ান অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়ার অভিব্যক্তি প্রকাশ করে বলেন,

আমি অস্ট্রেলিয়ার সবার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই যারা আমাদেরকে এদেশে স্বাগত জানিয়েছেন এবং এই সুন্দর দেশটিকে আপন করে ভাবাতে সাহায্য করেছেন। আমরা এখানে নিরাপদে বাঁচার সুযোগ পেয়েছি। সুযোগ পেয়েছি পড়ালেখা করার, কাজ করার এমনকি প্যারাম্যাটায় প্রথম বাড়ী কেনার সুযোগও পেয়েছি। আমরা নিশ্চয় এই বিস্ময়কর দেশকে প্রতিদান দেবার সুযোগও পাবো।

নিজের শুভেচ্ছা বক্তব্য প্রদানের সময়ে প্রধানমন্ত্রী স্কট মরিসন দেশের ঐতিহ্যগত স্বত্বাধিকারী অস্ট্রেলিয়ার আদিবাসীদের প্রতি শ্রদ্ধা জানান এবং আদিবাসী অধিকারের স্বীকৃতি জ্ঞাপন করেন। 

এই দিনটিতে সিডনী হার্বারের কূলে, অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত ইংরেজী ও আদিবাসী ইওরা জাতির ভাষা— এই দুই ভাষাতেই গাওয়া হয়। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top