সিডনী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১


ইউক্রেনের পাশে থাকবে অস্ট্রেলিয়া


প্রকাশিত:
২৮ ফেব্রুয়ারি ২০২২ ০১:৫৯

আপডেট:
২৩ এপ্রিল ২০২৪ ১৭:১৫

 

প্রভাত ফেরী: রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সরবরাহে তহবিল গঠন করা হবে বলে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। খবর বিবিসির। এর আগে ক্যানবেরার পক্ষ থেকে বলা হয়েছিল যে, প্রাণঘাতী নয় এমন সামরিক সরঞ্জাম ইউক্রেনকে সরবরাহ করা হবে।
সিডনির একটি গির্জায় রোববার সকালে ইউক্রেনিয়ান-অস্ট্রেলিয়ানদের সঙ্গে প্রার্থনায় যোগ দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। এরপরেই তিনি ইউক্রেনকে অস্ত্র সরবরাহে তহবিল গঠনের ঘোষণা দেন।
তিনি বলেন, অস্ট্রেলিয়া ইউক্রেন ইস্যুতে সত্যের পক্ষেই থাকবে। আমাদের ন্যাটো অংশীদার, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মাধ্যমে যতটুকু সম্ভব ইউক্রেনকে সাময়িক সহায়তা দেওয়ার চেষ্টা করব আমরা।
আর এদিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো বলেছে, তারা তাদের আকাশসীমা রাশিয়ার জন্য বন্ধ করে দেবে। ফলে রাশিয়ার কোনো বিমান আর ইউরোপের আকাশসীমা ব্যবহার করে চলাচল করতে পারবে না। রাশিয়ার তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top