সিডনী বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১


ফ্রান্সকে সাড়ে ৫৫ কোটি ইউরো ক্ষতিপূরণ দিবে অস্ট্রেলিয়া


প্রকাশিত:
১২ জুন ২০২২ ১৮:৪৬

আপডেট:
১২ জুন ২০২২ ২৩:২৯

 

ডুবোজাহাজ কেনার চুক্তি বাতিল করায় ফ্রান্সকে সাড়ে ৫৫ কোটি ইউরো ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ফ্রান্স থেকে ১২টি ডুবোজাহাজ কিনতে সাড়ে তিন হাজার কোটি ইউরোর চুক্তি থেকে সরে এসেছিল দেশটি। গত বছরের সেপ্টেম্বরে হঠাৎ করেই ফ্রান্সের সঙ্গে চুক্তিটি বাতিলের ঘোষণা দেন অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি তখন জানান, অস্ট্রেলিয়া সাধারণের বদলে যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য থেকে পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ কিনবে।

তাঁর ওই ঘোষণায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁ ক্ষোভ প্রকাশ করে স্কট মরিসনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বাড়াতে সচেষ্ট চীনের সঙ্গে পাল্লা দিতে পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ কেনার চেষ্টা করছে অস্ট্রেলিয়া।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top