ইসরাইলকে সমরাস্ত্র দিতে পারে অস্ট্রেলিয়া!
প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৪ ১২:৫৬
আপডেট:
২৯ অক্টোবর ২০২৪ ১৩:১৯
ইসরাইলকে সমরাস্ত্র দিতে পারে অস্ট্রেলিয়া। সম্প্রতি অস্ট্রেলিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলমান গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে ইসরাইলকে আরো ৬৬টি সামরিক অস্ত্র দেয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার। এখন সেগুলো রফতানির বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। প্রতিরক্ষা বিভাগ লাইসেন্সগুলো কেস-বাই-কেস যাচাই করছে। যেন এক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার আইন রক্ষিত হয়।
মূলত অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল জাস্টিস এপ্রিল মাসে প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেসের কাছে একটি আবেদন করে। সেখানে তারা তেল আবিবসহ যেসব দেশে অস্ত্র রফতানি করলে সেগুলো ইসরাইলে পৌঁছাতে পারে, সেসব দেশে অস্ত্র রফতানি বাতিলের আহ্বান জানিয়েছিল। এরপরই প্রতিরক্ষা বিভাগ বিষয়টির পর্যালোচনাটি সামনে আনে।
ক্যানবেরা বারবার বলেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা ইসরাইলকে অস্ত্র বা গোলাবারুদ সরবরাহ করেনি। তারা সেই অবস্থান এখনো বজায় রেখেছে।
সরকার অবশ্য প্রতিটি পারমিট কভার করে সে সম্পর্কে স্বচ্ছ হতে ব্যর্থ হওয়ায় সমালোচনার সম্মুখীন হয়েছে। ক্যানবেরা এফ-৩৫ ফাইটার এয়ারক্রাফটের জন্য গ্লোবাল সাপ্লাই চেইনে তার যন্ত্রাংশ সরবরাহও রক্ষা করেছে।
ইসরাইল গাজায় এফ-৩৫ বিমান ব্যবহার করেছে। ফলে সেখানে ৪২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা উপত্যকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: