সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১


অস্ট্রেলিয়ায় লক্ষাধিক বন্যপ্রাণীকে উদ্ধার ও চিকিৎসা দিয়েছেন একটি পরিবার


প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২০ ২৩:১৩

আপডেট:
৮ জানুয়ারী ২০২০ ০৬:৪৩

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: অস্ট্রেলিয়ায় সেপ্টেম্বর থেকে সৃষ্ট দাবানলে এখন পর্যন্ত প্রাণ গেছে স্তন্যপায়ী, পাখি ও সরীসৃপ প্রজাতির অন্তত ৫০ লক্ষাধিক প্রাণীর। তবে, এমন হৃদয় বিদারক ঘটনার মধ্যেও একটুখানি স্বস্তির খবর হলো লক্ষাধিক বন্যপ্রাণীকে উদ্ধার ও চিকিৎসা দিয়েছেন একটি পরিবার। এ কাজের জন্য বিশ্বে সমাদৃত হয়েছে তারা।

অস্ট্রেলীয় টেলিভিশন উপস্থাপক স্টিভ আরউইন মূলত বন্যপ্রাণীর সেবা করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন। তার মৃত্যুর পরও সেই ঐতিহ্য ধরে রেখেছে তার পরিবার। স্টিভের মেয়ে বিন্দি আরউইন ও পরিবারের অন্যরা মিলে অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে বহু বন্যপ্রাণীর জীবন বাঁচিয়েছেন এবং চিকিৎসা দিয়েছেন। সে বন্যপ্রাণীর সংখ্যা এখন পর্যন্ত লক্ষাধিকের বেশি।

স্টিভ আরউইনের সন্তান রবার্ট আরউইন বৃহস্পতিবার এক ইন্সট্রাগ্রাম পোস্টে লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষ ও বন্যপ্রাণীদের জন্য আমার হৃদয় কাঁদছে।’আমি এবং আমার পরিবার চেষ্টা করছি তাদের জন্য কিছু একটা করতে।

বিন্দি আরউইন জানিয়েছেন, অন্য যেকোনো সময়ের চেয়ে তাদের বণ্যপ্রাণী হাসপাতালটি দাবানলের সময়ে বেশি ব্যস্ত রয়েছে। তিনি বলেন, আমাদের বাবা-মা আমাদের অস্ট্রেলিয়া জু ওয়াইল্ডলাইফ হাসপাতালটি আমার দাদিকে উৎসর্গ করেছেন। বন্যপ্রাণের সেবা ও যত সম্ভব তত প্রাণের জীবন বাঁচানোর মধ্য দিয়ে তাকে সম্মান জানানো চালিয়ে যাব।

কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে ‘অস্ট্রেলিয়া জু’ নামে একটি চিড়িয়াখানা পরিচালনা করে থাকে আরউইন পরিবার। তবে এক হাজার একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানাটি দাবানলে আক্রান্ত হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top