সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর মধ্যে ২৯তম শেখ হাসিনা


প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০১৯ ০৭:৪৩

আপডেট:
১৯ ডিসেম্বর ২০১৯ ০০:৪৭

প্রভাত ফেরী ডেস্ক: বিশ্বের প্রভাবশালী ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ২৯ নম্বরে স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন সাময়িকী ফোর্বস এ তথ্য প্রকাশ করেছে।

সম্প্রতি প্রকাশিত ওই তালিকার শীর্ষে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের ক্রিস্টিন লগার্দের অবস্থান দ্বিতীয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তালিকার তৃতীয় স্থানে। ২০১৮ সালে ওই সাময়িকীর করা ক্ষমতাধরদের তালিকায় ২৬ নম্বরে ছিলেন শেখ হাসিনা।

শেখ হাসিনা প্রসঙ্গে ফোর্বস ম্যাগাজিনে বলা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায়  রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটাকেই নিজের শেষ মেয়াদ বলে মনে করেন শেখ হাসিনা।

তিনি খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা বাড়ানোর মতো ইস্যুতে মনোনিবেশ করেছেন। তার বিরুদ্ধে নির্বাচনে ভোটাধিকার হরণের অভিযোগ থাকলেও তা অস্বীকার করে থাকে তার দল আওয়ামী লীগ।

এদিকে ফোর্বসের তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তালিকার ৩৪ নম্বরে তার অবস্থান।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top