রূপচর্চায় যেভাবে ব্যবহার করবেন বেকিং সোডার
প্রকাশিত:
২৬ আগস্ট ২০২০ ২২:৩৯
আপডেট:
৪ ডিসেম্বর ২০২৪ ১৮:২২
প্রভাত ফেরী: ত্বক ও চুলের যত্নে বেকিং সোডার রয়েছে নানা ব্যবহার। এটি যেমন খুশকি দূর করে সক্ষম, তেমনি দাঁত ঝকঝকে করতেও বেকিং সোডার জুড়ি নেই। তাই আজ জানবো রূপচর্চায় বেকিং সোডার কিছু ব্যবহার-
১. ঘামের দুর্গন্ধে বিব্রতবোধ করছেন? বেকিং সোডায় রয়েছে এমন কিছু উপাদান যা প্রাকৃতিকভাবে দুর্গন্ধমুক্ত রাখতে সাহায্য করে। চার টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে ১ টেবিল চামচ পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি আন্ডারআর্মে পাতলা লেয়ারে দিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
২. ভেজা টুথব্রাশে খানিকটা বেকিং সোডা নিয়ে দাঁত ব্রাশ করুন ২ মিনিট। এরপর সাধারণ পেস্ট দিয়ে ব্রাশ করে ফেলুন। দাঁত হবে ঝকঝকে। দুই সপ্তাহে একবার এটি ব্যবহার করবেন দাঁতে।
৩. চুলের গোড়া থেকে ময়লা দূর করতে পারে বেকিং সোডা। নরমাল শ্যাম্পুর সঙ্গে ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে চুল পরিষ্কার করে নিন। এটি দূর করবে খুশকিও।
৪. ব্রণ দূর করতে বেকিং সোডার পেস্ট রাতে ঘুমানোর আগে লাগিয়ে রাখুন ত্বকে।
৫. বাথটাবের পানিতে আধা কাপ বেকিং সোডা মিশিয়ে নিন। ত্বকে থাকা জীবাণু যেমন দূর হবে, তেমনি দূর হবে ত্বকের রোদে পোড়া দাগ।
৬. কনুই বা গোড়ালির কালচে দাগ দূর করতে তিন ভাগ বেকিং সোডা ও এক ভাগ পানি মিশিয়ে লাগিয়ে রাখুন।
৭. ত্বক উজ্জ্বল করতে ১ চা চামচ বেকিং সোডার সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে দুই মিনিট ঘষুন ত্বকে। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: