সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

অষ্টম ‌'জাতীয় এসএমই পণ্য মেলা' শুরু হচ্ছে আজ


প্রকাশিত:
৩ মার্চ ২০২০ ১৭:৩৩

আপডেট:
৪ মার্চ ২০২০ ১৬:১৭

জাতীয় এসএমই পণ্য মেলা নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মন্ত্রী

প্রভাত ফেরী: রাজধানীর শেরেবাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় এসএমই পণ্য মেলা-২০২০’ শুরু হচ্ছে আজ বুধবার (৪ মার্চ)।  আজ থেকে শুরু হয়ে এ মেলা চলবে ১২ মার্চ পর্যন্ত। সোমবার রাজধানীর পান্হপথে এসএমই ফাউন্ডেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘জাতীয় এসএমই পণ্য মেলা ২০২০’ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুল হালিম ও এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী জানান, শিল্প মন্ত্রণালয়ের অধীনস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন অষ্টমবারের মতো এ মেলার আয়োজন করছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ মেলা এবার বসবে রাজধানীর শেরেবাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে দুই নারী ও তিন পুরুষ উদ্যোক্তাকে ‘এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২০’ প্রদান করা হবে। বিজয়ী উদ্যোক্তারা পুরস্কার হিসেবে ১ লাখ টাকা, ট্রফি ও সনদ পাবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

শিল্পমন্ত্রী জানান, মেলায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচটি সেমিনার অনুষ্ঠিত হবে। ৫ মার্চ বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ শুধু বিদেশি অতিথিদের জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও সিনথেটিক পণ্য, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য প্রদর্শন করা হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top