পাঁচ দিনে ৪০১২ কোটি টাকা ঋণ সরকারের
প্রকাশিত:
১৬ জুলাই ২০১৮ ১৩:১৭
আপডেট:
৩ মে ২০২৫ ১৫:০১

চলতি অর্থবছরে সরকারের ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ৪২ হাজার ২৯ কোটি টাকা। এর মধ্যে প্রথম পাঁচ দিনে চার হাজার ১২ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার।
১৬ জুলাই, মঙ্গলবার সমকালের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরের শেষে সরকারের ব্যাংক ঋণের স্থিতি ছিল ৯০ হাজার ৩৩৮ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম পাঁচ দিনে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে চার হাজার ১২ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার।
চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংকে তিন হাজার ৩৪৩ কোটি টাকা পরিশোধ করায় নিট ঋণ দাঁড়িয়েছে ৬৬৯ কোটি টাকা আর স্থিতি দাঁড়িয়েছে ৯১ হাজার ৭ কোটি টাকা।
উল্লেখ্য, গত ২৮ জুন দশম জাতীয় সংসদের ২১তম (বাজেট) অধিবেশনে ২০১৮-১৯ অর্থবছরের চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পাস হয়।
১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হয়। ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে ব্যয়ের বিপরীতে মোট রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে তিন লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা, যা জিডিপির ১৩ দশমিক ৪ শতাংশ।
এতে আয়-ব্যয়ের ঘাটতি দাঁড়াবে এক লাখ ২৫ হাজার ২৯৩ কোটি টাকা, যা জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ।
অনুন্নয়নসহ অন্যান্য খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে দুই লাখ ৯১ হাজার ৫৭৩ কোটি টাকা (জিডিপি’র ১১.৫ শতাংশ) এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ধরা হয়েছে এক লাখ ৭৩ হাজার কোটি টা
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: