বিশ্বে ক্ষমতাধর
১০০ নারীর তালিকার ৩৯তম শেখ হাসিনা : মু: মাহবুবুর রহমান
প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২০ ২২:১৫
আপডেট:
১৪ ডিসেম্বর ২০২০ ২৩:২৩
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসের ২০২০ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকায় ৩৯তম স্থানে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে টানা ষষ্ঠবার ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় স্থান পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী সম্পর্কে ফোর্বস সাময়িকী লিখেছে, শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন। তিনি বর্তমানে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তাঁর চতুর্থ দফায় ক্ষমতায় আসার ক্ষেত্রে তাঁর দল আওয়ামী লীগ সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮ আসনে জয় পায়। এ নিয়ে তিনি টানা তিনবার ক্ষমতায় আছেন।
ফোর্বস আরো লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বর্তমান মেয়াদে খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মতো বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেছে ফোর্বস।
এবারের তালিকা অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরেই আছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার অবস্থান ৪১তম।
৮ই ডিসেম্বর প্রকাশিত ফোর্বসের বার্ষিক ১০০ জন ক্ষমতাধর নারীর তালিকায় এবার ৩০টি দেশের বিভিন্ন বয়সী নারীদের নাম আছে। এদের মধ্যে রাষ্ট্র বা সরকারপ্রধান আছেন ১০ জন। ৩৮ জন বিভিন্ন কোম্পানির সিইও। বিনোদন জগতের পাঁচজনও আছেন ক্ষমতাধর নারীদের এই তালিকায়।
ফোর্বস জানায় বয়স, জাতীয়তা কিংবা কাজের ধরনে পার্থক্য থাকলেও তাঁরা সবাই তাদের প্লাটফর্মকে ব্যবহার করেছেন ২০২০ সালের মৌলিক চ্যালেঞ্জ মোকাবেলায়। ফোর্বস-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট বলেন, এ বছর বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নারীদের তালিকায় তারাই স্থান পেয়েছেন, যারা একেকজন উদ্ভাবক ও অন্যদের জন্য অনুপ্রেরণাদায়ী। তাঁরা প্রচলিত ক্ষমতা কাঠামোকে পুনরায় সংজ্ঞায়িত করতে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিয়ে চলেছেন।
সফলভাবে করোনাভাইরাস চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে করোনামুক্ত রাখায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডর্ন আছেন এবারের তালিকার ৩২তম স্থানে। এ বছর টানা দ্বিতীয় মেয়াদে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। এছাড়া করোনা মোকাবেলায় সফলতার জন্য তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন আছেন তালিকার ৩৭তম স্থানে।
ফোর্বসের তালিকায় এবারও শীর্ষস্থানে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। টানা ১০ বছরধরে তিনি বিশ্বে সবচেয়ে প্রভাবশালী নারীর অবস্থানটি ধরে রেখেছেন।
তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিস্টিন ল্যাগার্দে। আর প্রথমবারের মতো শীর্ষ ক্ষমতাধর নারীদের তালিকায় নাম উঠিয়ে তৃতীয়স্থান দখল করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। গত বছর তৃতীয় অবস্থানে ছিলেন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি। এবছর তার অবস্থান সপ্তম।
ফোর্বসের তালিকায় চতুর্থ অবস্থানে আছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভ্যান ডার লিয়েন, আর পঞ্চম স্থানে আছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসপত্নী মেলিন্ডা গেটস। ষষ্ঠ অবস্থানে আছেন যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরসের প্রধান নির্বাহী মেরি বারা।
এ বছর তালিকায় থাকা অন্য উল্লেখযোগ্য নারীদের কয়েকজন হলেন, যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে (২০তম), ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (৪৬তম), মার্কিন পপতারকা বিয়োন্সি নোলস (৭২তম), মার্কিন সংগীতশিল্পী টেইলর সুইফট (৮২তম), জর্জিয়ার সাবেক আইনপ্রণেতা ও লেখক স্টেসি আব্রাহাম (১০০)। এ দিকে বাংলাদেশের অভিনেত্রী পরীমনি ফোর্বসের এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় জায়গা করে নিয়েছেন। ফেসবুকে প্রায় এক কোটি ফলোয়ার রয়েছে এই অভিনেত্রীর।
২০০৪সাল থেকে প্রতিবছর ক্ষমতাধর নারীদের নিয়ে তালিকা প্রকাশ করছে ফোর্বস। এ নিয়ে ১৭টি তালিকার মধ্যে ১৪ টিতে শীর্ষস্থান পেলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। প্রথম দুই বছর অর্থাৎ ২০০৪ ও ২০০৫ সালে শীর্ষে ছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। আর ২০১০ সালে শীর্ষে ছিলেন তখনকার মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।
মু: মাহবুবুর রহমান
নিউজিল্যান্ডের মেসি ইউনিভার্সিটির পিএইচডি গবেষক
বিষয়: মু: মাহবুবুর রহমান
আপনার মূল্যবান মতামত দিন: