সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


অস্ট্রেলিয়ায় বাংলাদেশী কন্যা নূরীনের মিস ইনফিনিটি ভিক্টোরিয়া পদক অর্জন


প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২০ ২১:৫৮

আপডেট:
১৩ সেপ্টেম্বর ২০২০ ১৭:২৯

ছবিঃ নূরীন চৌধুরী

 

অস্ট্রেলিয়ায় মডেলিং এর জগতে বাংলাদেশী কন্যা নূরীন চৌধুরী পরিচিত একটি মুখ। নিজ সৌন্দর্য্য, মেধা ও যোগ্যতায় তিনি এর মাঝেই জিতে নিয়েছেন বেশ কয়েকটি নামী-দামী সুন্দরী প্রতিযোগিতার পদক। তাঁর এই অর্জনের স্বীকৃতিস্বরুপ সুন্দরী প্রতিযোগিতা ও মডেলিং এর পাশাপাশি তিনি এখন কাজ করছেন বেশ কিছু নামকরা ও বিখ্যাত প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবেও।

অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। অস্ট্রেলিয়ান ফুটবল অবশ্য বাংলাদেশের ফুটবলের চেয়ে ভিন্ন ধরণের একটি খেলা। বাংলাদেশের ফুটবল এদেশে সকার নামে পরিচিত। এদেশীয় ফুটবল খেলা দেখা এবং নানা কর্মকান্ডের মাধ্যমে উপভোগের জন্য সাধারণ অস্ট্রেলিয়ান জনগণ সবসময় মুখিয়ে থাকে।

অতিসম্প্রতি ২১ মার্চ তারিখে নূরীন মনোনীত হয়েছেন অস্ট্রেলিয়ান ফুটবল লীগের ২০২০ মাল্টিকালচারাল এম্বাসেডর হিসেবে। এর পাশাপাশি জুন মাসে তিনি ফ্যাশন মডেলিং এর ক্ষেত্রে আইএফএম (ইন্ডিয়ান ফ্যাশন এন্ড মডেলিং) এওয়ার্ডেরও একজন এম্বাসেডর এবং আগস্ট মাসে জাস্ট স্ট্রং একটিভ ওয়ার ব্র্যান্ডের একজন এম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন।

তাঁর এ ধারাবাহিক অর্জনে সর্বশেষ যুক্ত হয়েছে মিস ইনফিনিটি ভিক্টোরিয়া ২০২০-২০২১ পদক অর্জন। ৩ সেপ্টেম্বর তারিখে অস্ট্রেলিয়ান মিস ইনফিনিটি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে তিনি ভিক্টোরিয়া রাজ্যের সেরা সুন্দরী হিসেবে এ পদক জিতে নিয়েছেন।

এই পদক বিজেতা সুন্দরী হিসেবে নূরীন বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে চলতি বছরে নানা ধরণের সমাজসেবা ও মানবিক কর্মকান্ডে সক্রিয় অবদান রাখবেন।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top