সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


অস্ট্রেলিয়া বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন


প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২০ ০২:৫৯

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ২২:৫৪


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি জনতার এক্যবদ্ধ্য বিপ্লবের মাধ্যমে  জিয়াউর রহমান বন্দীদশা থেকে মুক্তি পান এবং পরবর্তীতে ক্ষমতায় আসীন। হন। এই দিন না হলে বাংলাদেশের  স্বাধীনতা  ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তো।প্রতিবছরের মত এ বছরও জাতীয় ইতিহাসের এ দিনটি যথাযথ মর্যদায় পালন করেছে অস্ট্রেলিয়া বিএনপি।


তারা এ উপলক্ষে এক আলোচনা সবার আয়োজন করে এবং আলোচনা সভা শেষে ল্যকেম্বার রেলওয়ে স্কয়ারে  বিশাল এলইডি স্ক্রীনে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর এক প্রামান্য চিত্র প্রদর্শন করেন। বাংলাদেশী অধ্যুসিত এলাকায় এ। প্রকার আয়োজনে প্রচুর উৎসুক লোকজনের সমাগম হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার আহ্বায়ক ড. হুমায়ের চৌধুরী রানা, সদস্য সচিব মোহাম্মদ হায়দার আলী ,জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সভাপতি আরিফুল হক , সাধারন সম্পাদক প্রকৌশলী সোহেল ইকবাল, বংলাদেশী কালচারাল ফোরাম  অস্ট্রেলিয়ার সদস্য সচিব ও বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সদস্য সচিব জাকির আলম লেনিন , বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সদস্য সচিব আশরাফুল আলম , খুলনা সরকারী মহিলা কলেজের সাবেক ভিপি মিতা কাদরী,যুবদলের আহ্বায়ক রকিবুল আলম মিয়া অপু , সদস্য সচিব মিজানুর রহমান, মহিলা দলের আহ্বায়ক মাহমুদা আরাফাত, সদস্য সচিব তাফতুন নাইম নিতু, আবৃত্তিকার নাহার নেহারস্বেচ্ছাসেবক  দলের আহ্বায়ক হাজী ইউসুফ আলী , সদস্য সচিব  মাহফুজুর রহমান নয়ন, এ ছাড়াও বিএনপি নেতা ফরিদ মিয়া, হোসেন আরা সিদ্দীকা রিনা, রেহানা রহমান ,মন্জুরুল আলম আলমগীর, ইয়াছিন আরাফাত ইসলাম, মিজানুর রহমান সহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top