সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


লেখক আরিফুর রহমানের উদ্যোগে হুমায়ূন আহমেদ জন্মোৎসব


প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২০ ২৩:২৯

আপডেট:
১৪ নভেম্বর ২০২০ ২৩:৫২

 

প্রভাত ফেরী: সিডনিতে রয়েছে প্রয়াত কিংবদন্তী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রতিকৃতি। প্রতিবারের মত এবারও হুমায়ূন ভক্তরা শুক্রবার তার জন্মদিনে প্রতিকৃতিতে সমবেত হয়েছিলেন। লেখক আরিফুর রহমানের উদ্যোগে হুমায়ূন আহমেদের জন্মদিনে কেক কেটে উৎসবে মিলিত হন প্রবাসী লেখক, কবি, শিল্পী এবং পাঠকেরা। উক্ত আয়োজনটি করা হয় গ্রামীণ রেস্টুরেন্টের দোতলায়। এসময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রামীণ রেস্টুরেন্টের কর্ণধার আশরাফ ও মিরাজ হোসেন, স্বদেশ বার্তার ও স্বদেশ এন্টারটেইনমেন্টের প্রধান ফয়সাল আজাদ, সঙ্গীত শিল্পী ফয়সাল চৌধুরী, আলোকচিত্রী ও কবি ফাহাদ আসমার, মঞ্চ অভিনেত্রী শাহীন আক্তার স্বর্ণা, সাংবাদিক তুষার তাশু, মাহফুজ প্রমুখ।

জানা যায়, গ্রামীণ রেস্টুরেন্ট কর্তৃপক্ষ প্রয়াত হুমায়ূন আহমেদ স্মরণে তার প্রতিকৃতি নির্মাণের ‍উদ্যেগ নেয়। পরে শিল্পী প্রিতম এটি এঁকেছেন।  আর হুমায়ূন ভক্তরা এই প্রতিকৃতির জন্যই প্রতিদিন দূর দূরান্ত গ্রামীণ রেস্টুরেন্ট আসেন। ২০১৯ সালে জুলাইয়ে হুমায়ূন আহমেদের ভাই ড. মুহম্মদ জাফর ইকবাল সস্ত্রীক এটি পরিদর্শন করেন এবং এই উদ্যেগের জন্য সবাইকে ধন্যবাদ জানান।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top