সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


সিডনীতে ঘাতক দালাল নির্মূল কমিটির মাতৃভাষা দিবস পালন


প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারি ২০২১ ১৮:০৯

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১২:৫৬

 

প্রভাত ফেরী: অস্ট্রেলিয়া শাখার সভাপতি ডাঃ  একরাম চৌধুরীর নেত্রিত্বে সিডনীর এশফিল্ডে অবস্থিত শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, অস্ট্রেলিয়া শাখা( ফোরাম ফর সেক্যুলার বাংলাদেশ, অস্ট্রেলিয়া চ্যাপ্টার )আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন। 

অনুষ্ঠানে অন্যানদের  মধ্যে সংগঠনের নেতা মাকসুদুর রহমান চৌধুরী সুমন, সিমুন ফারুক রবিন,সাজ্জাদ সিদ্দিকী, রেজাউল হাসান তানভীর কেনেডি এবং  শাহরিয়ার রহমান  উপস্থিত ছিলেন।সিডনী  প্রবাসী কমিউনিটির উল্ল্যেখ যোগ্য সংখ্যক সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিতে ভিন্নমাত্রা যোগ করে। রালিতে অংশগ্রহণকারীরা ভাষা শহীদদের স্বরণে কালো ব্যাজ ধারণ করেন এবং সমাবেত কণ্ঠে  শহীদ দিবসের চিরায়িত সংগীত আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আবহে শহীদ মিনারে পুষ্পস্তবক অৰ্পন করেন। সমাবেশে অংশগ্রহণকারীরা বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি বিভিন্ন দেশের বর্ণ মালার প্ল্যাকার্ড বহন করেন যা অস্ট্রেলিয়ান কমিউনিটির  দৃষ্টি আকর্ষণ করেছে।

সভায় বক্তারা ১৯৫২ সনের ভাষা আন্দোলনের ইতিহাস সংরক্ষণের এবং পৃথিবীর সকল মাতৃভাষার প্রতি সম্মান জ্ঞাপনের প্রতি গুরুত্ব আরোপ করেন। সভায় সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রহমান শুদ্ধ উচ্চারণে বাংলা ভাষা চর্চা এবং সকল ভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের শপথ পাঠ করেন।

সিডনীর এশফিল্ডের শহীদ মিনারটি ২০০৬ সনের ফেব্রুয়ারি মাসে স্থাপিত হয়। করোনা মহামারীর কারণে এবার স্বল্প পরিসরে দিবসটি উদযাপিত হয়েছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাঙালি সমাজের বেশ কিছু সংগঠন দিনব্যাপী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি পালন করেন।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top