সিডনী মঙ্গলবার, ১৯শে মার্চ ২০২৪, ৫ই চৈত্র ১৪৩০


অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


প্রকাশিত:
৪ মে ২০২১ ২২:২৪

আপডেট:
৪ মে ২০২১ ২২:৩৯

ছবিঃ সংগঠনের সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের একাংশ

 

গত রবিবার (২ মে) সন্ধ্যায় সিডনির রকডেলের বনলতা রেস্টুরেন্টে ভাবগম্ভীর ও সোহার্দপূর্ণ পরিবেশে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। করোনার কারনে শুধু সংগঠনের সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর নাজমুল হুদা সহ কমুনিটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ।

দোয়া মাহফিলে ইফতার এর পূর্বে কোরান তেলোয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেস ও মিডিয়া ক্লাবের কোষাধাক্ষ জনাব আবুল কালাম আজাদ। মোনাজাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়াতে বসবাসরত সকল বাংলাদেশির সর্বাঙ্গীণ মঙ্গলের জন্য দোয়া করা হয়।

ইফতার পরবর্তী আলোচনা সভায় সহ-সভাপতি কাজী সুলতানা শিমি’র প্রাণবন্ত সঞ্চলনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সহ-সভাপতি ড. শাখাওয়াত নয়ন ও সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ টুটুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি কনসাল জেনারেল জনাব খন্দকার মাসুদুল আলমকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সংগঠনের সভাপতি জনাব রহমত উল্লাহ। পরবর্তীতে আন্তজার্তিক ভাষা দিবস উপলক্ষে লাকেম্বাতে স্মৃতি সৌধ তৈরিতে অনবদ্য অবদান রাখায় সংগঠনের বিশিষ্ট সদস্য নোমান আল শামীম ও কাউন্সিলর নাজমুল হুদা কে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করেন কনসাল জেনারেল জনাব খন্দকার মাসুদুল আলম।

ছবিঃ কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম

এরপর কনসাল জেনারেল মুজিব শতবার্ষিকি উপলক্ষ্যে জয়যাত্রা টেলিভিশনের পক্ষ হতে প্রভাত ফেরীর প্রধান সম্পাদক শ্রাবন্তী আশরাফীকে সাকসেসফুল উওম্যান এন্টারপ্রিনিওয়ার এওয়ার্ডটি তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত না থাকায় তাঁর হয়ে এওয়ার্ডটি গ্রহন করেন বিশিষ্ট ব্যবাসায়ী সোলায়মান দেওয়ান।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন কনসাল জেনারেল জনাব খন্দকার মাসুদুল আলম। তিনি লাকেম্বাতে স্মৃতি সৌধ তৈরিতে অনবদ্য অবদান রাখায় সংগঠনের বিশিষ্ট সদস্য নোমান আল শামীম ও কাউন্সিলর নাজমুল হুদাকে ধন্যবাদ জানান। মহিলাদের অনেক চ্যালেঞ্জার সাথে কাজ করে যেতে হয়। তিনি সেইসব চ্যালেঞ্জ মোকাবেলা করে সফল উদ্যোক্তা হিসাবে অস্ট্রেলিয়াতে ভুমিকা রাখার জন্য শ্রাবন্তী আশরাফীর প্রশংসা করেন।  

ছবিঃ জনাব আব্দুল মতিন এবং জনাব রহমত উল্লাহ

 

এছাড়া আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবু রেজা আরেফিন, ABBC অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জাহাঙ্গীর আলম, কাউন্সিলর নাজমুল হুদা, সংগঠনের সিনিয়র সদস্য নোমান আল শামীম, কমুনিটির প্রবীণ ব্যক্তিত্ব জনাব গামা কাদির, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া কাউন্সিলের সেক্রেটারি আব্দুল মতিন ও সাবেক বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস এর সভাপতি আকম শফিক।

ছবিঃ জনাব আবু রেজা আরেফিন এবং জনাব আকম শফিক

পরিশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের সভাপতি জনাব রহমত উল্লাহ।

ছবিঃ কাজী সুলতানা শিমি এবং ড. শাখাওয়াত নয়নছবিঃ কাজী সুলতানা শিমি এবং ড. শাখাওয়াত নয়ন

অনুষ্ঠান শেষে সম্মানিত অথিতিবৃন্দের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top