সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


বাংলাদেশ অস্ট্রেলিয়া ফ্যাশন অ্যাসোসিয়েশন (বাফা) আয়োজিত "গ্র্যান্ড লাকেম্বা ঈদ বাজার" সাফল্যমন্ডিত ভাবে সম্পন্ন


প্রকাশিত:
১০ জুন ২০২১ ১৮:৪৬

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৪:৪৫

 

ঈদ-উল-ফিতর ২০২১ উপলক্ষে সিডনির বাংলাদেশী কমিউনিটির সবচেয়ে বড় ঈদবাজার অনুষ্ঠিত হয়েছে গত ৮ই মে ক্যাম্পসি অরিয়ন ফাংশন সেন্টারে। এই মেলার আয়োজক ছিল বাংলাদেশ অস্ট্রেলিয়া ফ্যাশন অ্যাসোসিয়েশন ( বাফা)।

ঈদ বাজারে স্টল এর মধ্যে বেশির ভাগ ছিল কাপড়ের স্টল, জুয়েলারি, জুতো, ব্যাগ, হেনা, বিউটি এবং খাবারের স্টল। সকাল থেকেই এই ঈদ বাজারে প্রচুর ক্রেতাদের ভীড় দেখা যায় এবং সন্ধ্যায় ক্রেতাদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা যায়।

গত ৮ই মে বাফা আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Former Immigration Minister ও Federal MP Hon Tony Burke.

বাফা'র কালচারাল সেক্রেটারি তাফতুন নাঈম নিতু এবং আফরিন নাতাশার উপস্থাপনায় আমন্ত্রিত অতিথিদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের পর্ব শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই বাফা প্রেসিডেন্ট তাম্মি পারভেজ এবং ভাইস প্রেসিডেন্ট সাজেদা আক্তার সানজিদা প্রধান অতিথি টনি বার্ক কে মঞ্চে ডেকে বাংলাদেশের চিরাচরিত কৃষ্টি এবং রীতি অনুযায়ী শাল পরিয়ে এবং উপহার এর মাধ্যমে সসম্মানে অভ্যর্থনা জানান। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন Consulate General of Bangladesh in Sydney, Mr Khandakar Masudul Alam, NSW State MP, Member of Canterbury NSW, Ms Sophie Cotsis, NSW State MP, Member for Lakemba NSW, Mr Jihad Dib, NSW State MP, Member for East Hills Ms Wendy Lindsay, Clr George Zakhia, Former Councilor of Canterbury Bankstown Mohammad Zaman Titu, President of United Bangladeshi Association of Australia, Dr Ayaz Chowdhury & past President Bangladesh medical society of NSW, Dr Jessie Chowdhury. বাফা'র সদস্যরা সকল অতিথিদের শাল পরিয়ে এবং উপহার এর মাধ্যমে সম্মাননা প্রদান করেন। অতিথিরা একে একে বাফার জন্য শুভকামনা এবং তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি টনি বার্ক "বাফা ঈদ সংখ্যা ম্যাগাজিন ২০২১" এর মোড়ক উন্মোচন করেন এবং জনগনের জন্য ম্যাগাজিনটি উন্মুক্ত করেন। উল্লেখ্য ম্যাগাজিনের দায়িত্বে ছিলেন বাফা এক্সিকিউটিভ মেম্বার নাহিদা সুলতানা, মাসুদ পারভেজ এবং বদরুদ্দোজা জনি।

অনুষ্ঠানের শেষে তাম্মি পারভেজ সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী ১০ই ই জুলাই ঈদুল আযহা উপলক্ষে আয়োজিত ঈদ বাজারে সবাইকে আসার আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top