সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের (মতিন- মোল্লা পক্ষের) অবৈধ এজিএম প্রত্যাখ্যান করেছে সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল (এনাম-আউয়াল পক্ষ)


প্রকাশিত:
২২ জুন ২০২১ ১৯:৪৩

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৫:১৩

 

গত ২০ জুন ২০২১ তারিখে বাংলাদেশী অষ্ট্রেলিয়ান সাংবাদিকদের বৃহত্তম সংগঠন সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের নামে যে অবৈধ বার্ষিক সাধারণ সভা আয়োজনের প্রচেষ্টা করা হয়েছে, কাউন্সিলের নেতৃবৃন্দ তা প্রত্যাখ্যান করে সাংবাদিক নামধারী এইসব দুবৃত্তদেরকে এ ধরণের অবৈধ ও বিতর্কিত কাজ থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।

কাউন্সিলের সভাপতি ড. এনাম হক , সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ ইউসুফ শামীম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল আউয়াল এক যৌথ বিবৃতিতে বলেন, আমরা জানতে পেরেছি সংগঠনের এক্সিকিউটিভ কমিটির তেরোজন সদস্যের মাঝে মাত্র তিনজন উপস্থিত থেকে সংগঠনের সাথে সংশ্লিষ্ট নয় এমন সব বহিরাগতদেরকে নিয়ে অসাংবিধানিকভাবে সংঠনকে দখল করার যে ষড়যন্ত্র করছেন তা সম্পর্কে অষ্ট্রেলিয়ার সকল যথাযথ কতৃপক্ষকে জানানো হচ্ছে এবং উপযুক্ত আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তারা সাংবাদিকদের এই পেশাজীবি সংগঠনের চলমান সংকট শীঘ্রই যথাযথভাবে সমাধান করে আবারও কমিউনিটি মিডিয়া এবং বাংলাদেশী

কমিউনিটির সবার জন্য ইতিবাচক অবদান রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। নেতৃবৃন্দ বলেন, সিডনির চিহ্নিত কিছু দেউলিয়া ও দুর্নীতিবাজ রাজনৈতিক উমেদার, হুন্ডি ব্যবসায়ী, আদম পাচারকারী এবং নারীলুলোপ চরিত্রহীন ধান্দাবাজ লোকজনকে সাথে নিয়ে হাতেগোণা কয়েকজন এই সংগঠন দখল করা এবং নেতৃত্বের লোভে এজিএম নামে যেই হাস্যকর নাটক মঞ্চস্থ করছেন তা কোন যুক্তি এবং বিচারেই ধোপে টিকবে না। সামাজিক ভদ্রতা ও মানবিক সম্মানের স্বার্থে আমরা এ পর্যন্ত যথেষ্ট পরিমাণ সহ্য করলেও তাদের এই অপরাধমূলক কর্মকান্ডের পর আর কোন ছাড় দেয়া হবে না। শীঘ্রই সংগঠনের এক্মিকিউটিভ কমিটির জরুরী সভার মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিয়ে সংগঠনের সকল সাধারণ সদস্য এবং বাংলাদেশী কমিউনিটির সদস্যদের মাঝে ছড়িয়ে পড়া সংশয় দূর করা হবে।

(প্রেস বিজ্ঞপ্তি)


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top