সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


সিডনিতে হাসন রাজা পরিষদ


প্রকাশিত:
২৫ জুলাই ২০২১ ২১:২৯

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৪:০৮

 

“লোকে বলে বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার
কি ঘর বানাইমু আমি শূন্যেরও মাঝার।”


সিডনির প্রখ্যাত শিল্পী ফাইজা কালাম রুবার মন মাতানো সুরে এবং বাসভূমি টেলিভিশনের কর্নধার আকিদুল ইসলামের, হাসন রাজা’র জীবনের উপর সাবলীল ও তথ্যপূর্ন ধারা বর্ণনার মাধ্যমে, গত ৫ই জুন বাসভূমির ১৭ বছর পূর্তি অনুষ্ঠানে, সিডনির মঞ্চে “হাসন রাজা পরিষদ অস্ট্রেলিয়ার” আত্মপ্রকাশ ঘটে। এই সময় আকিদুল ইসলাম দেওয়ান হাসন রাজা পরিবারের সদস্য এহসান রেজা, সোলায়মান দেওয়ান, সায়রা মীর্জা এবং শ্রাবন্তী কাজীকে স্টেজে ডেকে উপস্থিত দর্শকদের সাথে পরিষদের সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন। হাসন রাজা পরিবার ও পরিষদের মুখপাত্র হিসাবে এই সময় সায়রা মির্জা একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে বলেন “বাংলার আপামর সংস্কৃতির সাথে মিশে আছেন রবীন্দ্রনাথ, নজরুল, লালন শাহ এবং হাসন রাজা সহ আরো অনেক মনিষী। নিজের শিকড়কে জানতে হলে আমাদের বারবার ফিরে যেতে হবে আমাদের সংস্কৃতির কাছে। হাসন রাজা কারো ব্যক্তিগত কোন সম্পদ নন, তিনি আমাদের সবার। তাঁর দর্শন, গান, সুর, জীবনাদর্শ দেশের গন্ডি পেরিয়ে ছড়িয়ে গেছে বিশ্বের দরবারে, করেছে আমাদের লোক সংস্কৃতিকে পরিচিত ও সমৃদ্ধ। আমাদের ভবিষ্যত প্রজন্মের কাছে আমাদের এই লোক সংস্কৃতি তুলে ধরতে হবে। এর প্রচার এবং সংরক্ষনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে হাসন রাজা পরিষদ গঠিত হয়েছে। আমাদের এই পথ চলাতে আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি।” দর্শকদের তুমুল করতালির মাধ্যমে সবাই তাঁর বক্তব্যকে স্বাগত জানান। দর্শকদের উচ্ছাস দেখে এটা সহজেই উপলব্ধি করা যায় যে, বাংলাদেশের আঞ্চলিক গান, আসলেই সবার প্রাণ।

হাসন রাজার স্মরণে হাসন রাজা পরিষদ খুব জাকঁজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। বিস্তারিত জানা যাবে খুব শীঘ্রই। অনুষ্ঠানের অংশ হিসাবে বাংলাদেশের প্রখ্যাত শিল্পীরা লাইভের মাধ্যমে স্টেজে সিডনির দর্শকদের জন্য গান ও নাচ পরিবেশন করবেন। অনুষ্ঠানের সার্বিক পরিবেশনা, পরিকল্পনা এবং পৃষ্ঠপোষকতায় থাকবেন শ্রাবন্তী কাজী এবং সায়রা মির্জা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top