সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


আবারো মানবতার সেবায় জিয়া ফোরাম অস্ট্রেলিয়া


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২১ ২১:৫০

আপডেট:
২৯ আগস্ট ২০২১ ২১:৫২

 

গত দুই মাসে Covid-19 পরিস্থিতি সিডনিতে ভয়াবহ রূপ নিয়েছে। এই পেনডেমিক সংক্রমণ নিয়ন্ত্রনে অস্ট্রেলিয়া সরকার বেশ কয়েকটি রাজ্যে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এর ফলে বাংলাদেশী এবং অন্যান্য কমিউনিটির অনেক পরিবার এই সময় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সব পরিবারের জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে "জিয়া ফোরাম অস্ট্রেলিয়া "। ২৭ শে আগষ্ট শুক্রবার থেকে ক্যানটারবেরী ও ব্যাংকসটাউন কাউন্সিলের অন্তর্গত ল্যাকাম্বা থেকে এই কার্যক্রম শুরু করে সংগঠনটি। কঠোর লকডাউন আইন বলবৎ থাকার কারণে সম্পুর্ণ নিয়ম মেনে ক্ষতিগ্রস্তদের নিকট খাদ্য সামগ্রী ও অন্যান্য প্রয়জনীয় জিনিসপত্র, লাইট হাউস নামক একটি সামাজিক সংগঠনের হাতে পৌছে দেওয়া হয় , যারা সরাসরি ক্ষতিগ্রস্থদের মাঝে এগুলো পৌঁছেছেন দেয়ার ব্যবস্থা করবে। এ সময় উপস্থিত ছিলেন ক্যান্টারবুরী ব্যাংকসটাউনের কাউন্সিলর বিলাল এল হাইক, প্রাক্তন কাউন্সিলর শাহ জামান টিটু , জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার পক্ষে যুগ্ম সাধারন সম্পাদক জনাব ফরিদ মিয়া এবং কোষাধক্ষ কেএম মন্জুরুল হক আলমগীর। এখানে উলেখ্য যে কোভিট ১৯ শুরু হওয়ার পর থেকে জিয়া ফোরাম অস্ট্রেলিয়া সামাজিক ও অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্তদের বাসার দরজায় খাদ্য সামগ্রী পৌছানোর ব্যবস্থা করেছিল। সংগঠনটি তাদের কর্মীদের আর্থিক সহযোগীতার মাধ্যমে সিডনি এবং বাংলাদেশে এই সকল কার্য্যকম পরিচালনা করে আসছে।এছাড়া গত পহেলা অগাষ্ট ২০২১ জিয়া ফোরাম অস্ট্রেলিয়া ",বাংলাদেশে করোনায় আক্রান্তদের সেবার জন্য ১০ টি অক্সসিজেন সিলিন্ডার প্রদান করেছে। পাশাপাশি দেশের এই দুর্যোগের মুহূর্তে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাদ্য সামগ্রীও প্রদান করে আসছে সংগঠনটি।

(প্রেস বিজ্ঞপ্তি)


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top