সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


বাংলাদেশের ১০০ বন্যার্ত পরিবারের পাশে বাসভূমি


প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২১ ২১:৩৬

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ১৭:৪১

 

অস্ট্রেলিয়াভিত্তিক মিডিয়া প্রতিষ্ঠান বাসভূমি গত ১৭ বছর ধরে একটি গণমাধ্যম হিসেবে কাজ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মসুচি পালন করে প্রশংসিত হয়েছে।

বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে গতকাল শুক্রবার ত্রাণ বিতরণ করে বাসভূমি। যমুনার ভয়াল আঘাতে দুর্গত মানুষের মধ্যে এই সাহায্য বিতরণে সহযোগিতা করে ওয়াফ সোশ্যাল কমিউনিটি। ‘বাড়িয়ে দিয়েছি আলোকিত হাত’ স্লোগানের মাধ্যমে নতুন আরেকটি মানবিক প্রকল্প শুরু করেছে বাসভূমি। এই প্রকল্পের অধীনে রয়েছে, সাতক্ষীরার পদ্মপুকুর প্রতিবন্ধী কল্যাণ সমিতির মাধ্যমে এলাকার ৩১ জন প্রতিবন্ধীকে নিয়মিত আর্থিক সহায়তা, মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও আসছে শীত মৌসুমে দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ।
এর আগে ২০০৫ সালে বাংলাদেশের মেধাবী ছাত্র তানভিরুল ইসলাম অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষা গ্রহণকালে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হলে বাসভূমি তার চিকিৎসার জন্য একটি তহবিল গঠন করলে মাত্র তিন সপ্তাহের মধ্যে প্রায় ১৮ হাজার ডলার সংগ্রহ হয়। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর হাতে পাঁচ সন্তান হারানো নিত্য রানীর ভিক্ষা করার খবর দৈনিক আমাদের সময়ে ছাপা হবার পর বাসভূমি একটি সহায়তা তহবিল গঠন করে ওই পত্রিকার মাধ্যমে নিত্য রানীকে এক লক্ষ টাকা অনুদান প্রদান করেছিল। ভৈরবের পঙ্গু মুক্তিযোদ্ধা মজিদ মিয়া ক্যান্সারে আক্রান্ত হলে দৈনিক আমাদের সময় পত্রিকার মাধ্যমে তাকে অর্ধ লক্ষ টাকা সাহায্য দেয় বাসভূমি। এ ছাড়াও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও তরুন লেখকদের বই প্রকাশ করে বাসভূমি দেশের এবং প্রবাসের বাংলাদেশিদের প্রশংসা পেয়েছে।

২০০৪ সালে অস্ট্রেলিয়ার প্রথম অনলাইন বাংলা পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে বাসভূমি। গত ১৭ বছর ধরে একটি ভিন্ন সংস্কৃতির দেশে বাসভূমি বাংলা ভাষা, শিল্প, সাহিত্য ও ঐতিহ্য বিকাশে কাজ করে যাচ্ছে। অস্ট্রেলিয়ার প্রথম পূর্ণাঙ্গ ইন্টারনেট বাংলা পত্রিকা ও প্রথম অনলাইন টেলিভিশন বাসভূমির অন্যতম কৃতিত্ব। এ ছাড়া নাটক, টেলিফিল্ম, ট্রাভেলশো, তথ্যচিত্র নির্মাণ ইত্যাদি বাসভূমির নিয়মিত কাজের অংশ।বিষয়ভিত্তিক বেশ কয়েকটি অনুষ্ঠান করে বাসভূমি সকলের প্রশংসা কুড়িয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top