সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


যুক্তরাস্ট্রে সাংবাদিক ফরিদ আলমের উপর আওয়ামী  সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ: বাকশালী ফ্যাসিস্ট নির্মুল কমিটি


প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২১ ১৮:০৩

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ১৯:৩৫

 

বাকশালী ফ্যাসিস্ট নির্মুল কমিটি বাফেনিকের সভাপতি মোঃ দেলওয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক ডিএইচ এম  ইসমাইল ২৪শে সেপ্টেম্বর ২০২১ এক যৌথ বিবৃতিতে জানান, বাংলাদেশের ভোটচোর অবৈধ  প্রধানমন্ত্রী  শেখ হাসিনার করোনা কালীন সময়ে ১৪১ জনের বিশাল বহর নিয়ে যুক্তরাষ্ট্রে আসা এবং শেখ মুজিবের নামে বেঞ্চ উদ্বোধন, গাছে পানি দেয়া এসব নাম সর্বস্ব কর্মসূচীর প্রাপ্তি কী - এবিষয়ে এনসিনের সাংবাদিক ফরিদ আলমের করা প্রশ্নে  তেলেবেগুনে জ্বলে উঠে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শারীরিকভাবে আক্রমণের শিকার হন সাহসী এই বাংলাদেশী সাংবাদিক।

বাফেনিকের নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্রের পাদপীঠ যুক্তরাষ্ট্র এসেও টুটি চেপে ধরতে চাচ্ছে বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসক গোষ্ঠি। বাংলাদেশে সাংবাদিক ও গণমাধ্যমের উপর নিষ্পেষণের কারণে ইতিমধ্যেই শেখ হাসিনাকে আন্তর্জাতিক সংগঠন  রিপোর্টার্স উইদাউট বর্ডার “ প্রিডেটর “ বা “ঘাতক “ হিসেবে চিহ্নিত করেছে। এই গুপ্ত ঘাতক এতদিন দেশের ভেতরেই তার বর্বরতা জারি রাখলেও, নিউ ইউর্কের ঘটনায় এই ঘাতকের চরিত্র আজ  আন্তর্জাতিক মহলের কাছে আরও  স্পষ্ট হয়ে উঠলো। 

সাংবাদিক, গণমাধ্যম ও মানুষের মৌলিক বাকস্বাধীনতার উপর বাকশালী-মাফিয়া চক্রের এই বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে বাফেনিক নেতৃবৃন্দ বলেন যে এঘটনার মাধ্যমে আবারও  প্রমান হল যে আওয়ামীলীগ মূলত একটি চরম প্রতিক্রিয়াশীল  জঙ্গি সংগঠন।  তারা আজ জাতির বুকের উপর উঠে দেশকে খুবলে খুবলে খাচ্ছে। তাই নেতৃবৃন্দরা সকল মানুষকে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার  আহ্ববান জানান। সাহসী হিরো সাংবাদিক ফরিদ আলমকে বাফেনিকের সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন -এছাড়া এহেন ন্যক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রেস রিলিজঃ

দেলওয়ার হোসেন, সভাপতি, বাকশালী ফ্যাসিস্ট নির্মুল কমিটি (বাফেনিক)
ডিএইচ এম ইসমাইল, সাধারণ সম্পাদক, বাকশালী ফ্যাসিস্ট নির্মুল কমিটি (বাফেনিক)


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top