সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


সিডনিতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন কাউন্সিলর প্রার্থী সাজেদা


প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২১ ০৭:০০

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ২০:১৪

৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছেন ডজন খানেক প্রবাসী বাংলাদেশি।

ক্যান্টারবারি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের রোজল্যান্ড থেকে কাউন্সিলর পদে ক্ষমতাসীন লিবারেল পার্টির মনোনয়ন নিয়ে লড়ছেন সাজেদা আক্তার সানজিদা। তিনি গতকাল রবিবার বিকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ও নেতারা তার নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন।

 

স্থানীয় ভোটাররা জানিয়েছেন, সাজেদা আক্তার সানজিদা ভালো অবস্থানে রয়েছেন। কাউন্সিলর প্রার্থী সাজেদা বলেন, আমি নির্বাচিত হয়ে প্রবাসী বাংলাদেশিসহ সবার সমস্যা সমাধানে কাজ করে যেতে চাই। আর মূলধারার রাজনীতিতে থেকেই এটা সম্ভব। এ যাবৎ ক্যান্টাবেরি ও ব্যাংকসটাউন এলাকার উন্নয়নের বেশির ভাগই বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর দ্বারা সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন এবং সাম্যতার জন্য সৎ ও যোগ্য লোককে ভোট দিতে অনুরোধ করেন।

উল্লেখ্য, সাজেদা আক্তার সানজিদা সাবেক কাউন্সিলর ও সাবেক ফেডারেল সংসদ সদস্য প্রার্থী মোহাম্মাদ জামান টিটোর সহধর্মিণী।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top