সিডনী মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৩রা বৈশাখ ১৪৩১


মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীতে ফোরাম ফর সেকুলার বাংলাদেশ অস্ট্রেলিয়া চ্যাপ্টারের অনুষ্ঠান


প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২১ ০৩:১৬

আপডেট:
১৬ এপ্রিল ২০২৪ ২২:৫২

 

১১ ডিসেম্বর ২০২১ বাংলাদেশের মহান বিজয় দিবসের সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ইন্টারন্যাশনাল ফোরাম ফর সেকুলার বাংলাদেশ অস্ট্রেলিয়া চ্যাপ্টার কর্তৃক অস্ট্রেলিয়ার বিডি হাব, ২ এরিকা লেন-এ আয়োজিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী’ শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

ফোরাম ফর সেকুলার বাংলাদেশ অস্ট্রেলিয়া চ্যাপ্টারের সভাপতি ডাঃ একরাম চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক এবং প্রধান বক্তা হিসাবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয় অতিথি হিসাবে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহসভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় আইটি সেলের সভাপতি মুক্তিযুদ্ধে শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর পুত্র আসিফ মুনীর তন্ময়।
ফোরাম ফর সেকুলার বাংলাদেশ অস্ট্রেলিয়া চ্যাপ্টারের আলোচনা সভায় অংশগ্রহণ করেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুণ উর রশীদ, নির্মূল কমিটি অস্ট্রেলিয়া শাখার সহসভাপতি সাজ্জাদ সিদ্দিকী, নির্মূল কমিটি অস্ট্রেলিয়া শাখার সহসভাপতি হাসান শিমুল ফারুক রবীন, নির্মূল কমিটি অস্ট্রেলিয়া শাখার সাংস্কৃতিক সম্পাদক কাজী আশফাক রহমান ও নির্মূল কমিটি অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক জুয়েল তালুকদার। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন তানভীর সিদ্দিকী এবং শাহরিয়ার রহমান। 

আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুণ, নাজমুল আহসান খান এবং শাহাদাত হোসেন নির্মূল কমিটি অস্ট্রেলিয়া শাখার বিজয়ের সুবর্ণজয়ন্তী স্মারক প্রকাশনা ‘প্রদীপ্ত প্রত্যয়ের’ মোড়ক উম্মোচন করেন। বীর মুক্তিযোদ্ধাদের প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের প্রতিনিধিদের কাছে বাংলাদেশের পতাকা হস্তান্তরের সময় জয় বাংলা ধ্বনিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শেষ পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশাত্মবোধক গান, গণজাগরণের গান আর কবিতা আবৃত্তি অনুষ্ঠানটিকে অনন্য উচ্চতায় আসীন করেছে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিশুশিল্পী জেইনা খান ও ফাওয়াজ হোসেন। দেশাত্মবোধক গান গেয়ে শোনান জুয়েল তালুকদার, রসি সিকদার, সাজ্জাদ হোসেন, নাজমুল আহসান খান এবং মিজানুর রহমান তরুণ। আবৃত্তিতে ছিলেন রুমানা সিদ্দিকী ও মৌমিতা চৌধুরী।

পুরো অনুষ্ঠান জুড়েই ছিল বাংলাদেশের লাল সবুজ পতাকার রঙের বর্ণিল সমাবেশ। দেশাত্মবোধক গান আর কবিতার ছোঁয়ায় পুরো অনুষ্ঠানটি হয়ে উঠে ছিলো প্রিয় দেশ মাতৃকা বাংলাদেশের এক প্রাণ চঞ্চল অবয়ব।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top