সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


'আমাদের কথা'র উদ্যোগে সিডনিতে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন


প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২১ ০১:৩২

আপডেট:
১৬ ডিসেম্বর ২০২১ ০১:৩২

 

১২ ডিসেম্বর, রবিবার সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে 'আমাদের কথা' সংগঠনের উদ্যোগে উদযাপিত হয়েছে বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী।
অস্ট্রেলিয়া ভিত্তিক প্রবাসী নারীদের এই সংগঠনটির জন্ম বেশিদিন না হলেও তা ইঙ্গেলবার্ন রিজার্ভ থেকে শুরু করে বড়ো পরিসরে গ্লেনফিল্ড কমিউনিটি হলে পরিপূর্ণ দর্শক-শ্রোতা নিয়ে উদযাপন করলো এই বিজয় দিবস।

ময়নসিংহ গীতিকার কবি চন্দ্রাবতী রাজ্যের কাঁশবন থেকে নূপুর পায়ে উঠে আসা তরুণী পূরবী পারমিতা বোস, আমাদের কথার কেন্দ্রবিন্দু। তাঁকে ঘিরে আবর্তিত একঝাঁক প্রত্যয়ী তরুণী এর প্রাণ। প্রশ্নের উত্তরে সাবলীল ভাবেই বললো সে-তাঁহারা, তুমি-তোমরা আর আমি-আমরা মিলেই আমাদের কথা। দুবছর আগে যার অঙ্কুরোদ্গম হয়েছে আজ তা ফলবতী বৃক্ষ। আবহমান বাংলার সংস্কৃতি চর্চার এক অমরাবতী হলো আমাদের কথা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাসভূমি মিডিয়ার কর্ণধার আকিদুল ইসলাম, আমাদের কথার শামীমা সুমি, সমাজ সংগঠক ড. সিরাজুল হক, ড. রফিক ইসলাম, প্রদ্যুৎ চুন্নু, ফাগুন হাওয়ার কর্নধার তিশা তানিয়া, বিলকিস জাহান, মিলি ইসলাম প্রমুখ।

পূরবী পারমিতা বোস ও মঞ্জুশ্রী মিতার অনবদ্য উপস্থাপনায় নাচ, গান, কবিতা আবৃত্তি ও সুন্দর কথামালার নিবেদনে সন্ধ্যাটি আলোকিত হয়েছিলো। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পতাকা দিয়ে মঞ্চ সাজানো হয়েছিলো। নারী পুরুষ সবার অঙ্গে ছিলো লাল সবুজের সমারোহ। জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শুরুর পরে একে একে নৃত্য পরিবেশন করেন নটরাজ ডান্স একাডেমির শ্রেয়সী দাস ও সহশিল্পীবৃন্দ, অর্পিতা ঘোষ, স্মিতা বড়ুয়া, অন্তরা ঐতি ও মৌসুমী সাহার নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি। ছোট্ট সোনামনি ঋষিকা ও প্রজাপতির দেশের গানের সাথে অনবদ্য নৃত্য দর্শক শ্রোতাদের আপ্লুত করে। একে একে সংগীত পরিবেশন করেন মারিয়া মুন, প্রিয়াঙ্কা, বাঁধন, ফায়িজা কালাম রুবা ও আয়েশা কলি। যন্ত্র সংগীতে অংশগ্রহণ করেন নামিদ ফারহান ও সুহৃদ সোহান হক। কবিতা আবৃত্তি করেন পৃথিবী, তাজওয়ার শাহরিন রলি, মুনা মোস্তফা, দেবী সাহা ও রতন কুণ্ডু।

আমাদের কথার নিকটজন, আয়েশা ইসলাম তন্নী, সবুজ ঘাসের জমিনের উপর আমাদের জাতীয় সংগীতের বিছানার উপর জাতীয় স্মৃতিসৌধ খচিত একটি বিশাল বিজয় দিবসের কেক তৈরী করে নিয়ে আসেন। অনুষ্ঠানের শেষ ভাগে সবাই কেকটি কেটে বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করেন। অনুষ্ঠানটির পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ছিলেন আব্দুল্লাহ আল মামুন।

ছবিঃ কৃতজ্ঞতা আকিদুল ইসলাম


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top