সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১


বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশী বংশোদ্ভূত কাউন্সিলর প্রার্থীদের সম্বর্ধনা দেবে জার্নালিস্ট এসোসিয়েশন


প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২১ ০১:৪৬

আপডেট:
১৬ ডিসেম্বর ২০২১ ০২:০৩


বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশী বংশোদ্ভূত সকল কাউন্সিলর প্রার্থী ও বিজয়ী কাউন্সিলারদের সম্বর্ধনা দেবে অস্ট্রেলিয়া প্রবাসি লেখক ও সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন’। এছাড়াও করেনাকালীন সময়ে সিঙ্গাপুরে বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন ডরমেটরিতে খাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী দিয়ে সহায়তা করায় সে দেশের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত ব্যবসায়ী কবির হোসেনকেও সম্মাননা দিবে এই সংগঠন। কবির হোসেন বর্তমানে সিডনিতে অবস্থান করছেন।

আগামি ১৯ ডিসেম্বর সিডনির রকডেলে অবস্থিত রেডরোজ ফাংশন সেন্টারে বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তি ও জম কালো অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে। বিজয়ের অনুষ্ঠানমালায় আরো থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ।

স্থানীয় সময় ১৩ ডিসেম্বর (সোমবার) রাতে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবদুল মতিনের সভাপতিত্বে কার্যকরী পরিষদের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। জুম সভায় অংশগ্রহণ করেন মোহাম্মেদ আসলাম মোল্লা (সিনিয়র সহ-সভাপতি), আতিকুর রহমান (যুগ্ম-সাধারণ সম্পাদক), দিলারা জাহান (কোষাধ্যক্ষ), হাজী মোহাম্মাদ দেলোয়ার হোসেন (প্রচার ও প্রকাশনা সম্পাদক), তাম্মি পারভেজ (সাংস্কৃতিক সম্পাদক) ও মোহাম্মাদ জিয়াউল কবির (মিডিয়া অ্যান্ড কমুনিকেশন সম্পাদক)। ভার্চুয়াল সভায় আরো উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সদস্য ড. রতন কুন্ডু, আকিদুল ইসলাম ও নাইম আবদুল্লাহ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top