সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


ক্যাম্পবেলটাউন লেখক সম্মেলন ২০২২


প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২২ ০০:২৩

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৮:৫৫


"Book Trail Campbelltown" শিরোনামে এই প্রথম বারের মতো ক্যাম্পবেলটাউন এ দুই দিন ব্যাপী লেখক সম্মেলনের আয়োজন করা হয়েছে আগামী ৭ ও ১৪ মে . আয়োজক সংগঠন এ বি স্ট্রিট লাইব্রেরী ও রেইনবো ক্রসিং সম্মিলিতভাবে এই অনুষ্ঠানের উদ্যোক্তা,সহযোগিতায় ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল আর অর্থায়নে নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্ট!
দুই দিন ব্যাপী সম্মেলনে অস্ট্রেলিয়ান মূলধারার ১২ জন লেখক, সাহিত্যিক ও বুদ্ধিজীবি অংশ নেবেন! প্রতি শনিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান বেলা ৩ টা পর্যন্ত উৎসবের কার্যক্রম চলবে. ক্যাম্পবেলটাউন এর কুইন স্ট্রিট এ অবস্থিত পাঁচটি নির্ধারিত ভেন্যু গোল্ড ক্লাস ক্যাফে, সেটা'স ক্যাফে, ক্যাফে স্ট্যাম্প, নিম ক্যাফে এবং ল্যা কফি হাউস এ লেখক -পাঠকের এই মিলন মেলা বসবে|

৭ মে -
সকাল ১০ - গোল্ড ক্লাস ক্যাফে
তানিয়া নেলেস্টিয়ান
সকাল ১১ - ক্যাফে স্ট্যাম্প
শাখাওয়াৎ নয়ন
দুপুর ১২ - সেটা'স ক্যাফে
গ্লেন কসার
দুপুর ১ - নিম ক্যাফে
নিম গোলকার & ম্যাক্স গার্সিয়া
দুপুর ২ - ল্যা কফি হাউস
নাওমি ডায়ার


১৪ মে -

সকাল ১০ - গোল্ড ক্লাস ক্যাফে
জেফ ম্যাকগিল
সকাল ১১ - ক্যাফে স্ট্যাম্প
টনি ম্যাকফারেন
দুপুর ১২ - সেটা'স ক্যাফে
মিশেল মন্টেবেলো
দুপুর ১ - নিম ক্যাফে
মিনা সিকান্দারী & শেন সুলিভ্যান
দুপুর ২ - ল্যা কফি হাউস
কিম ভোঁ

আয়োজকদের পক্ষ থেকে ব্রায়ান লাউল ও কামাল পাশা এবং আশিকুর রাহমান অ্যাশ জানালেন খুব ছোট পরিসরে এবারের উৎসব শুরু হলেও অদূর ভবিষৎতে ওয়েস্টার্ন সিডনী অঞ্চলে " Book Trail Campbelltown " একটি প্রধানতম উৎসবে পরিণত হবে!


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top