সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার আয়োজনে সিডনিতে বিজয় মেলা অনুষ্ঠিত


প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০১৯ ০৮:৫৮

আপডেট:
১৬ ডিসেম্বর ২০১৯ ০৮:২৪

মেলার শুরুতেই বক্তব্য রাখেন আগত অতিথিরা

প্রভাত ফেরী ডেস্ক: লিংকার্স গ্রুপের স্পন্সরে সম্প্রতি অষ্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল বিজয় মেলা। উক্ত মেলার শ্লোগান ছিলো  ‘দেশ হতে দেশান্তরে, লাল সবুজ বিশ্ব জুড়ে’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের সহকারী স্পীকার মার্ক কোরে এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ডেপুটি কাউন্সিলর কার্ল সালে ও ক্যানটাবুরি ব্যাঙ্কসটাউন কাউন্সিলর শাহে জামান টিটু।

প্রধান অতিথির বক্তব্যে মার্ক কোরে বলেন, “আমি প্রথমে ধন্যবাদ জানাই এই আয়োজনের সাথে সংশ্লিষ্টদের। আশা করি তারা ভবিষ্যতেও কমিউনিটিতে এই ধরনের মেলা অব্যাহত রাখবে। আর তাতে সব ধরনের সাহায্য ও সহযোগিতা আমাদের পক্ষ থেকে করা হবে।”

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা

মেলার শুরুতে বড় পর্দায় প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এরপরে অনুষ্ঠিত হয়ে মেলার র‌্যাফেল ড্র। যাতে প্রথম পুরস্কার ছিলো সিডনি-ঢাকা-সিডনি রিটার্ন টিকেট, দ্বিতীয় পুরস্কার সিডনি-গোল্ড কোস্ট এয়ার রিটার্ন ফ্যামিলি টিকেট এবং তৃতীয় পুরস্কার ২০০ ডলার গিফট কার্ড। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানে আগত অতিথিরা।

অনুষ্ঠানে কমিউনিটির মধ্যে থেকে তিনজনকে এডুকেশন, কালচারাল ও স্পোর্টস এওয়ার্ড প্রদান করা হয়। এই এওয়ার্ডগুলো পেয়েছেন যথাক্রমে কামাল ভূইয়া, নুশাবা ও রাহিদ আলম।

এরপরে শুরু হয় মেলার মূল আকর্ষন ফ্যাশন শো। বাংলাদেশের প্রখ্যাত শিল্পী রিজিয়া পারভীন, সিডনীর শিল্পী যুগল আতিক হেলাল ও মিতা আতিকসহ স্থানীয় শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে আগত দর্শকবৃন্দ

মেলায় শিশুদের জন্য ছিলো চিত্রাংকন প্রতিযোগিতা, গান, নাচ, যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান।

মোঃ ফিরোজ আলমের উপস্থাপনায় মেলায় আরও উপস্থিত ছিলেন জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার প্রধান উপদেষ্টা ড. হুমায়ের চৌধুরী রানা, সভাপতি আরিফুল হক, সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক জাকির আলম লেলিন, হায়দার আলী, আশরাফুল আলম, মিতা কাদরী, ফরিদ মিয়া, আলমগীর হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top