সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের সহযোগিতায় সিডনিতে "লাইট আপ দা লেন" অনুষ্ঠিত


প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২০ ০২:৫০

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২০ ০২:৫১

“লাইট আপ দা লেন” অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আয়োজকসহ অতিথিরা

গত শনিবার (পহেলা ফেব্রুয়ারী) ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের সার্বিক সহযোগিতায় ইউনাইটিং মিন্টো টিম এর উদ্যোগে “লাইট আপ দা লেন” অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিভিন্ন সংস্কৃতির শিল্পীদের পারফরম্যান্স ও খাবারের পাশাপাশি এরিকা লেনের সৌন্দর্য উপভোগ।পুরো আয়োজনটি ইউনাইটিং মিন্টো’ টিমের নেতৃত্বাধীন একটি প্রশংসনীয় আয়োজন ছিলো।

অনুষ্ঠানে আগত অতিথিদের একাংশ

এই টিম ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল এলাকায় বসবাসরত বিভিন্ন কমিউনিটির মানুষদের একত্রিত করে স্থানীয় কমিউনিটির স্বার্থে কাজ করে থাকেন। ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের প্রতিনিধি ক্যারোলিন হল্মেস, টাউন টীম মুভমেন্ট’র কো-অর্ডিনেটর ডেভিড স্ন্যাডার এলিজা টুম্পা এই ইউনাইটিং মিন্টো’ টীম এর নেতৃত্বের জন্য নির্বাচিত হন।

টিমের বাকী সদস্যরা হলেন- মাসুদ মিথুন, ফারজানা সৃষ্টি, মুনির হোসাইন, মোঃ লুৎফর রহমান টিপু, মাল ফ্রুইন, উষা খাদকা, শর্মিলা বাস্তকতি, এহসান আহমেদ, শফিকুল আলম শফিক, আলম তপন, রাকেশ মন্ডল, আলম অপু, রোকসানা বেগম, কানিজ আহমেদ, ফিরোজ সিদ্দিকী, আসমা আলম, মাহমুদ ইমন, আনিসুর রহমান, আশিক রহমান, সায়েদ ফাইজ অপু ও সেলিম কবির। সহযোগী সদস্যদের মধ্যে আছেন মিলি ইসলাম, সায়েদ একরাম উল্লাহ, আশিক রহমান অ্যাশ, সাকিনা আক্তার, আতিকুর রহমান ও শুভ্রা মুস্তারিন ।

চিত্রশিল্পী শুভাশীষ মজুমদার ও মুনির হোসাইন এর সহযোগিতায় ফুটপাতে আল্পনা

এই টিমের মাধ্যমে এরিকা লেনটিকেই প্রথমত “লাভ লেন” হিসেবে সৌন্দর্যমন্ডিত ও নিরাপদ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই উদ্দেশ্যেই আন্তর্জার্তিক পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট গুণী শিল্পী পার্থ প্রতিম বালার আঁকা মুরাল চিত্র, চিত্রশিল্পী শুভাশীষ মজুমদার ও মুনির হোসাইন এর সহযোগিতায় ফুটপাতে আল্পনা, সাজানো বাগান আর খোলা আকাশের নিচে বসবার জন্য দোলনাসহ চওড়া বেঞ্চ পুরো লেনটির পুরোনো চেহারা পাল্টে দেয়।

নতুন রূপে গড়ে উঠা এরিকা লেন এলাকাবাসির অতীতের সব দুর্ঘটনাকে ভুলিয়ে দেয়। সেইসাথে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, ফেস পেইন্টিং, মেহেদী সহ স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের স্টল ও সংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মাতিয়ে রাখে। এক কথায় বলা যায়, এরিকা লেন এখন এলাকাবাসীর জন্য একটি আকর্ষণীয় স্থান। এই এরিকা লেনটির স্বত্তাধাকারী দুজন বাংলাদেশী ব্যাবসায়ী আলম তপন ও আলম অপু, যারা দুজনেই তাদের নিজস্ব জায়গায় ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল ও ইউনাইটিং মিন্টো’ টিমকে নতুন আলোকে সাঁজাতে অনুমতি দিয়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন।

আন্তর্জার্তিক পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট গুণী শিল্পী পার্থ প্রতিম বালার আঁকা মুরাল চিত্র

বাংলাদেশী শিল্পীর হাতে আঁকানো এরিকা লেনের মুরাল দুটির মূল প্রতিপাদ্য বিষয় হলো, এই এলাকায় বসবাসরত এলাকাবাসীদের নিজ-দেশীয় আইকনগুলোর সংযোজন, যা বাঙালীদের জন্য আরেকটি গৌরবোজ্জ্বল কাজ। অনুষ্ঠানটি বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে।

ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়র জর্জ বিটিসিভিক তার বক্তৃতায় “ইউনাইটিং মিন্টো” টিমকে ধন্যবাদ জানিয়ে আয়োজিত অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ডারসি লাউন্ড, কাউন্সিলরস মাসুদ চৌধুরী, ক্যারেন হান্ট, বেন গিলহোল্ম প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top