সিডনী বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১


অস্ট্রেলিয়ার মেলবোর্নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে ২৩শে ফেব্রুয়ারি


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২০ ০৭:২৬

আপডেট:
২০ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৫৩

অস্ট্রেলিয়ার মেলবোর্নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে ২৩শে ফেব্রুয়ারি

প্রভাত ফেরী: আগামী ২৩শে ফেব্রুয়ারি ২০২০ রবিবার মেলবোর্ন বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশন এবং মেলবোর্ন বাংলা স্কুলের উদ্যোগে জাতীয় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবে। 

মেলবোর্নের ফকনার প্রাইমারী স্কুলে (40, Lorne Street, Fawkner, VIC 3060) আয়োজিত এই প্রোগ্রামে অস্ট্রেলিয়ার ফেডারেল এমপি পিটার খলিল, মোরল্যান্ড সিটি কাউন্সিলের মেয়র ল্যাম্ব্রোস ট্যাপিনোস, কাউন্সিলর ন্যাটালি এব্বোড, স্যু বোল্টনসহ আরও অনেকে অনুষ্ঠানে আসার জন্যে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবে মেলবোর্নের এক থাই এবং আরবী স্কুলের শিশুরা। অনুষ্ঠানে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, অতিথিদের বক্তৃতা, এবং শিশুদের পরিবেশিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বৃহত্তর অস্ট্রেলিয়ান কমিউনিটির সবাইকে অংশগ্রহন করার জন্যে আহ্বান জানিয়েছেন মেলবোর্ন বাংলা স্কুলের অধ্যক্ষ জনাব মোল্লা মোঃ রাশিদুল হক।

 

বিস্তারিত জানার জন্যে: https://www.facebook.com/melbournebanglaschool



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top