সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


সিডনিতে ‍‌‍'ভালোবাসার বাংলাদেশ' মেলা-২০২০ অনুষ্ঠিত


প্রকাশিত:
২২ ফেব্রুয়ারি ২০২০ ২৩:০২

আপডেট:
২৩ ফেব্রুয়ারি ২০২০ ১০:৫২

 ‍‌‍'ভালোবাসার বাংলাদেশ' মেলা-২০২০ এ উপস্থিত দর্শকবৃন্দ

প্রভাত ফেরী: অস্ট্রেলিয়ার সিডনিতে বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে গত ১৫ই ফেব্রুয়ারী ব্র্যান্ডিং বাংলাদেশ ইনকের উদ্যোগে ব্যাঙ্কস টাউনের পল কিটিং পার্কে 'ভালোবাসার বাংলাদেশ' মেলা অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় বারের মতো এ দুর্দান্ত মেলা উপহার দিয়ে আরেকটি মাইলফলক স্থাপন করলো ব্র্যান্ডিং বাংলাদেশ।

 ‍‌‍'ভালোবাসার বাংলাদেশ' মেলায় দর্শকদের জন্য মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান

মেলায় ছিল ক্ষুদে শিল্পী ও বড়দের কবিতা, গান, ব্যান্ড সঙ্গীত, নাচ এবং ফ্যাশন শো। খুব মানসম্মত অনুষ্ঠান ও নির্ভেজাল জাতীয় মানের এই মঞ্চটি প্রথম বছর থেকেই সিডনির দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সেই সাথে বাংলাদেশ থেকে আগত কিংবদন্তি শিল্পী শুভ্র দেবের দুর্দান্ত পরিবেশনা এক কথায় চমকে দিয়েছে সবাইকে। বৃষ্টিকে উপেক্ষা করেও মেলায় মাঠ উপচে পড়া দর্শকদের ভীড় ছিল চোখে পড়ার মত।

মেলার আয়োজকদের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার শ্যাডো মিনিষ্টার (মাল্টিকালচার) জডি ম্যাককে প্রভাতফেরীর প্রধান সম্পাদক এবং অস্টেলেশিয়ান ইন্টারন্যাশনাল একাডেমীর ডিরেক্টর শ্রাবন্তী কাজী আশরাফীর হাতে স্মারক তলে দিচ্ছেন

এই মেলার প্রধান পৃষ্ঠপোষক ছিল অস্ট্রাল বিল্ট। সিডনি থেকে প্রকাশিত পত্রিকা প্রভাত ফেরী, শর্মা কিচেন এবং ও এ ডিজাইন ওয়ার্কশপ ছিল প্লাটিনাম স্পন্সর। এছাড়া গোল্ড স্পন্সর হিসাবে ছিল রয়েল সিটি সলিসিটর, লবস্টার টেইল সি ফুড, গ্লোবাল একাউন্টিং এন্ড ফাইনান্স সার্ভিসেস, টেলিঅস, এম আই এডুকেশন, পেরিশ পেশেন্স, সিগনেচার হলিডেস এবং এপোলো ইন্টারন্যশনাল নামের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো।

ব্র্যান্ডিং বাংলাদেশ এর চেয়ারম্যান ও মুক্তমঞ্চের সম্পাদক নোমান শামীম মেলাকে সফল করার জন্য স্পন্সরসহ কমিউনিটির সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আগামী বছর আরো বড় আকারে মেলা আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


বিষয়: কমিউনিটি


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top