সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি, অস্ট্রেলিয়া’র আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন


প্রকাশিত:
২৫ মার্চ ২০২০ ১৮:৫৫

আপডেট:
২৫ মার্চ ২০২০ ১৯:০০

সিডনিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

প্রভাত ফেরী: বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি, অস্ট্রেলিয়া শাখার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গত ১৭ মার্চ (মঙ্গলবার) সিডনির নিউ সাউথ ওয়েলসের গ্রামীণ রেস্টুরেন্ট ল্যাকেম্বায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মদিন উপলক্ষ্যে জন্মদিনের কেক কাটার মাধ্যমে এর সূচনা হয়।

অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া’র সভাপতি মো. সিরাজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি, অস্ট্রেলিয়া’র সভাপতি গাউসুল আলম শাহজাদা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি, অস্ট্রেলিয়া’র সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া’র বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন।

প্রধান অতিথির বক্তৃতায় সিরাজুল হক বলেন, প্রথমেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সকল শহিদদের স্মরণ করছি, এবং বলতে চাই কোনো মেজরের বাঁশির ফুঁতে দেশ স্বাধীন হয়নি। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছেন। আজ বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা নন, তিনি আজ বিশ্ববন্ধু রূপে বিশ্বব্যাপী সমাদৃত এক মহান নেতা। তাই সেই নেতার জন্মশতবার্ষিকীতে জানাই আমাদের প্রাণের গভীরতম স্থান থেকে শ্রদ্ধাঞ্জলি।’

সভাপতির আলোচনায় গাউসুল আলম শাহজাদা বলেন, জাতির পিতা আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন। একজন মুজিব আদর্শের সৈনিক হিসেবে, একজন বাঙালি হিসেবে তাঁর আদর্শকে বুকে ধারণ করতে হবে। তবেই দেশ ও জাতি খুঁজে পাবে শান্তি ও সমৃদ্ধির পথ।

বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি, অস্ট্রেলিয়া’র সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ নামটি কল্পনাও করা যায় না। যে নেতার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। সে নেতার রক্তের ঋণ বাঙালি জাতি কখনোই শোধ করতে পারবে না। তাই বঙ্গবন্ধুর জন্মদিনে শুধু তাঁকে স্মরণ নয়, তাঁর আদর্শকেও বুকে ধারণ করতে হবে।

অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি, অস্ট্রেলিয়া’র সহ-সভাপতি জহিরুল ইসলাম সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, ফুয়াদ শিহাব ও সদস্য তরকিুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম দিদার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক আবুল বাশার রিপন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মেহেদি হাসান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, অস্ট্রেলিয়ার সাংগঠনিক সম্পাদক এস এম আমিনুল রুবেল প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদি হাসান কচি, বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি, অস্ট্রেলিয়া’র সহ-সভাপতি শহিদুর রহমান, শাহজাহান মিল্টন ও মানিক নাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, সাংগঠিক সম্পাদক নাজমুল হোসেন ও করিম খান, কোষাধক্ষ্ মো. আব্দুস সালাম, সদস্য জাহাঙ্গীর হোসেন প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top