সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


স্বাস্থ্য বিভাগের বিশেষ নজরদারিতে ১৩৬ জন চীনা নাগরিক


প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৮:১০

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৬:২২

ফাইল ছবি

প্রভাত ফেরী: মোংলা বন্দরের আউটারবার ডেজিং প্রকল্প ও ইপিজেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ১৩৬ জন চীনা নাগরিককে বিশেষ নজরদারীতে রেখেছে স্বাস্থ্য বিভাগ। দেশে করোনাভাইরাস প্রতিরোধে এমনটি করা হয়েছে। এজন্য মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবেতোষ বিশ্বাসের নের্তৃত্বে একটি মেডিকেল টিম কাজ করছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাবে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজ বংশী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবেতোষ বিশ্বাস, মিঠাখালী ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল হোসেন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারেকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দফতরের চিকিৎসক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বন্দর সূত্রে জানা যায়, মোংলা বন্দরের বঙ্গোপসাগর সংলগ্ন আউটারভার ড্রেজিং প্রকল্প ও মোংলা ইপিজেডসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত ১৩৬ জন চীনা নাগরিক রয়েছে। এসকল চীনা নাগরিকরা শহরে ও বাজার এলাকায় অবাধে চলাচল করছে তাই এখান থেকে তারা আপাতত যাচ্ছেন না ও চীন দেশ থেকে কেউ আসছেন না। তাই এ সকল চীনা নাগরিকদের বিশেষ নজরদারীতে রাখা হয়েছে বলে জানায় নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগ।

একই সঙ্গে মোংলা বন্দরে আগত সকল বাণিজ্যিক জাহাজের ক্রুদের সংস্পর্শে না যেতে দেশীয় শ্রমিকদের উদ্ভুদ্ধ করা হচ্ছে। চীনা নাগরিকসহ মোংলা বন্দরে আসা দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের নাবিকদের স্বাস্থ্য পরীক্ষায় ৭ সদস্যের একটি মেডিকেল টিম কাজ করছে। পাশাপাশি পার্টেবল লেজার ডিটেক্টরসহ মোংলা বন্দর জেটির প্রবেশ মুখে দুটি ইনফারেন্স থার্মোমিটার বসানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top