সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত আরো এক বাংলাদেশি


প্রকাশিত:
১২ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩৯

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০৮:৫৯

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আরো এক বাংলাদেশি আক্রান্ত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সিঙ্গাপুরের জাতীয় দৈনিক স্ট্রেইট টাইমসের অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, আজ আরও যে দু’জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৩৯ বছর বয়সী একজন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, ৩৯ বছরের ওই বাংলাদেশি সিঙ্গাপুরে বৈধ শ্রমিক হিসেবে কর্মরত। সম্প্রতি তার চীন সফরের কোনো রেকর্ড নেই। তাকে বর্তমানে ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিস বা এনসিআইসিডিতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার নাম-পরিচয় এখনো জানায় নি মন্ত্রণালয়।

স্বাস্থ্য পরীক্ষার পর ১০ ফেব্রুয়ারি তার আক্রান্তের বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা। এর আগে গত রোববার আরো এক বাংলাদেশির করোনা ভাইরাসে আক্রান্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। তারও নাম-পরিচয় জানা সম্ভব হয় নি। হাসপাতালে ভর্তির আগে ভাইরাস আক্রান্ত দ্বিতীয় বাংলাদেশি তার কর্মস্থল সেলেটার অ্যারোস্পেস হাইটসে গিয়েছিলেন। আক্রান্ত প্রথম বাংলাদেশি এখানেই থাকতেন।

এদিকে চীন থেকে বিশ্বের ত্রিশটির বেশি দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। সোমবার একদিনে আরও ১০৮ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৬ জন। গত ৩১ ডিসেম্বর প্রথমবার শনাক্ত হওয়ার পর থেকে এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top