সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


করোনায় আক্রান্ত হয়ে কাতারে এক বাংলাদেশির মৃত্যু


প্রকাশিত:
২৯ মার্চ ২০২০ ১৯:৫৬

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০৯:৩৭

ফাইল ছবি

প্রভাত ফেরী: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কাতারে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত ১৬ মার্চ অসুস্থ হয়ে পড়লে উনাকে কাতারের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার রক্ত পরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভ আসে। এরপরে তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার পরও অন্যান্য জটিল রোগ থাকায় তিনি শনিবার (২৮ মার্চ) মারা যান। জানা গেছে তার বয়স ৫৭ বছর।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। এটি কাতারে প্রথম বাংলাদেশির প্রথম মৃত্যু।করোনাভাইরাসের কারণে কাতারে সুপ্রিম কমিটি ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট গঠন করা হয়েছে এবং তারা আমার সঙ্গে এ বিষয়ে গতকাল যোগাযোগ করেছে এবং আজ তাদের সঙ্গে আমার বৈঠকের কথা আছে।’

মৃতদেহের কী ব্যবস্থা করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি নিয়ে তাদের সঙ্গে আমি আলোচনা করবো। কারণ অন্য সময়ের সঙ্গে এখনকার সময় মিলিয়ে কোনকিছু করা যাবে না। কাতারের পরিস্থিতি কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘গতকাল পর্যন্ত ৫৯০ জন আক্রান্ত এবং ৪৩ জন সুস্থ হয়েছে। কাতার কর্তৃপক্ষ যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেছে।’

সুপ্রিম কমিটি ফর ক্রাইসিস ম্যানেজমেন্টের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা হবে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘কাতার করোনা মোকাবিলায় কী কী পদক্ষেপ নিয়েছে এবং এখানে বিদেশি যারা আছেন তাদের জন্য ব্যবস্থা কী আছে সে বিষয়গুলো জানাবে।’

তিনি বলেন, ‘কাতারের সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ কোনও কিছু করতে পারে কিনা এটি আমি জানতে চাইবো। আমাদের দেশে উন্নতমানের পিপিই ও অন্যান্য মেডিক্যাল সামগ্রী তৈরি হয় যা ইউরোপে রফতানি হয়। কাতার যদি মনে করে তবে এগুলো বাংলাদেশ থেকে সংগ্রহ করতে পারে।’


বিষয়: কাতার


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top