সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


বিশ্বে চাহিদাসম্পন্ন অভিনেতাদের মধ্যে শাহরুখ খান শীর্ষে


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২১ ২১:২০

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ২০:২০

 

প্রভাত ফেরী: একেবারে প্রথম সারিতে রয়েছেন বলিউড কিং শাহরুখ খান। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, বিশ্বের সর্বোচ্চ চাহিদাসম্পন্ন অভিনেতা তিনি। তারপর দক্ষিণী সিনেমার রকস্টার আল্লু অর্জুন। আর ৩ নম্বরে জায়গা করে নিয়েছেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া, পরেই ‘রাঞ্ঝা’-বয় ধানুশ।

প্যারট গবেষণা সংস্থার তরফে আয়োজিত এই গবেষণায় নতুন বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে প্রতিভা অনুযায়ী কারা আজও দর্শকদের মনে রাজত্ব করছেন, সেটির একটি ধারণা নেয়া হয়।

পৃথকভাবে অভিনেতা, ক্রীড়াবিদ, সঙ্গীতশিল্পী এবং তাদের বিশ্বব্যাপী বা দেশ-নির্দিষ্ট দর্শক চাহিদার উপর ভিত্তি করে মূল্যায়ন করার এই প্রক্রিয়া দর্শকদের মতামত তুলে ধরেছে একদম নির্ভুলভাবে।

তালিকায় সালমান খান, ডালকির সালমান, মহেশবাবু, টম হিডলটন, সাং হুন, কিয়ারা আদবানি- জায়গা করে নিয়েছেন স্বমহিমায়।

এক মাস ব্যাপী এই গবেষণা ২০ জুলাই থেকে ১৮ আগস্টের মধ্যে দর্শকদের পছন্দ জানিয়ে দিয়েছে বিশ্ব দরবারে। টম হিডলটনের জনপ্রিয়তা ‘লোকি’ হটস্টারে মুক্তি পাওয়ার পর থেকে ক্রমশই ঊর্ধ্বমুখী।

তবে হলিউডের মাটিতে তিনি একাই নন, দর্শকদের পছন্দের আসনে জেনিফার লোপেজ, ক্রিস ইভান্স, স্কারলেট জনসনরাও বিরাজমান।

শাহরুখের শীর্ষে থাকার বিষয়ে কোনো সন্দেহ নেই। যথেষ্ট ব্যস্ততার মধ্যে দিন কাটছে তার। সূত্র অনুযায়ী, ‘পাঠান’, ‘নয়নতারা’ এবং রাজ কুমার হিরানির আগামী ছবিতে দেখা যাবে কিং খানকে।

এদিকে পিছিয়ে নেই আল্লু অর্জুন। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘পুষ্পা- দ্য রাইস’। সম্ভবত এর সিক্যুয়েল আসবে শিগগিরই। ভারতীয় সিনেমায় এখন শুধুই ধামাকার রেশ!

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top