সিডনী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১


তৌকীর আহমেদের গল্পে ওয়েব ফিল্ম


প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২১ ১৮:৩১

আপডেট:
২৩ এপ্রিল ২০২৪ ১৮:০৮

 

প্রভাত ফেরী: অভিনেতা নির্মাতা-দুই পরিচয়ে বেশি পরিচিত তৌকীর আহমেদ। তবে গল্পকার হিসাবেও রয়েছে তার সুখ্যাতি। নাটকে হরহামেশাই তার গল্প ব্যবহার করা হয়। তবে সিনেমায় সে তুলনায় কমই ব্যবহার হয় তার গল্প। তবে সম্প্রতি তার গল্প নিয়ে একটি ওয়েব ফিল্ম তৈরি হয়েছে। নামড্যাফোডিল

এটি পরিচালনা করেছেন আরিফ খান। সম্প্রতি এটির শুটিং শেষ হয়েছে। এতে অভিনয় করেছেন রওনক হাসান, সানজিদা প্রীতি, মৌসুমী মৌ প্রমুখ। আত্ম প্রেমের গল্প নিয়েই সিনেমাটি তৈরি করা হয়েছে। কিছু মানুষ যে শুধু নিজের কাজ নিয়েই মশগুল থাকে তা- সিনেমার গল্পের ভেতর দিয়ে উঠে আসবে বলে নির্মাতা জানিয়েছেন।

প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘বেশ কিছুদিন আগে গল্পটি লিখেছিলাম। এটি নিয়ে সিনেমা নির্মাণের প্রস্তাব পাওয়ায় সায় দেই। আমি এখনো সিনেমাটি দেখিনি। তবে শুনেছি শিগ্গির এটি অনলাইনে প্রকাশ হবে। আশা উপভোগ্যই হবে।

পরিচালক সূত্রে জানা গেছে, সিনেমাটিবিঞ্জনামের একটি ডিজিটাল প্ল্যাটফর্মে ২৩ সেপ্টেম্বর প্রকাশ হবে। এদিকে তৌকীর আহমেদ বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। সেখানে তার স্ত্রী সন্তানও রয়েছেন। তাদের সঙ্গ দেওয়ার জন্য দেশটিতে গিয়েছেন বলে জানিয়েছেন তিনি। চলতি বছরের শেষ দিকে ফিরে আবারও কাজে ব্যস্ত হয়ে উঠবেন অভিনেতা, নির্মাতা নাট্যকার। অন্যদিকে, গত ডিসেম্বরে তৌকীর আহমেদ পরিচালিতস্ফুলিঙ্গনামের একটি সিনেমা সর্বশেষ মুক্তি পায়। কবি জীবনানন্দ দাসকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের প্রস্তুতিও নিচ্ছেন তিনি। ছাড়া তার অভিনীত মাহমুদ দিদারের পরিচালনায়বিউটি সার্কাস’, মানিক মানবিকের পরিচালনায়ছেলেটি অদ্ভুতসিনেমাগুলো মুক্তির অপেক্ষায় আছে। শ্যাম বেনেগালের পরিচালনায় বঙ্গবন্ধুর বায়োপিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তৌকীর আহমেদ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top