সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


ইন্তেকাল করেছেন 'মাসুদ রানা'র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন


প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২২ ২৩:০৩

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১১:৪৫

 

প্রভাত ফেরী: বাংলাদেশের জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ 'মাসুদ রানা'র স্রষ্টা এবং সেবা প্রকাশনীর কর্ণধার কাজী আনোয়ার হোসেন বুধবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার ছেলে কাজী মায়মুর হোসেন বিবিসি বাংলাকে তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ক্যান্সারে আক্রান্ত মি. হোসেন গত ১০ দিন যাবত ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে ছিলেন। সেখানেই আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কাজী মায়মুর হোসেন জানিয়েছেন, তার বাবার শেষ ইচ্ছা অনুযায়ী বনানী কবরস্থানে মি. হোসেনের মায়ের কবরে তাকে সমাহিত করা হবে।
উনিশশ' ছত্রিশ সালের ১৯শে জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন কাজী আনোয়ার হোসেন। তার বাবা প্রখ্যাত বিজ্ঞানী এবং সাহিত্যিক কাজী মোতাহার হোসেন।
তিনি ছিলেন একাধারে লেখক, অনুবাদক এবং প্রকাশক। এক সময় তিনি গানও গাইতেন এবং ১৯৬০এর দশকে সুভাষ দত্ত পরিচালিত বাংলা ছবি 'সুতরাং'-এ নেপথ্য গায়ক হিসেবে তার গান আছে।
উনিশশো তেষট্টি সালে তিনি ঢাকার সেগুনবাগিচায় স্থাপন করেন সেবা প্রকাশনী।
মূলত ইংরেজি ভাষার বিভিন্ন ক্ল্যাসিক বাংলায় অনুবাদ করে পেপারব্যাক সংস্করণে অল্প দামে পাঠকের হাতে পৌঁছে দেয়ার কাজটি তার হাতেই শুরু হয়েছিল।
সেবা প্রকাশনী থেকেই ১৯৬৬ সালে প্রকাশিত হয় মাসুদ রানা সিরিজের প্রথম বই।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top