সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


করোনা ভাইরাস আতঙ্কে স্থগিত ১০তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব


প্রকাশিত:
১০ মার্চ ২০২০ ০০:৩৭

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৩:৩০

ফাইল ছবি

প্রভাত ফেরী: করোনা ভাইরাস আতঙ্কে এবার স্থগিত হলো ১০তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ১৯ এপ্রিল থেকে ২৬ এপ্রিল এই  চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তাবে তা কবে শুরু হবে তা নির্দিষ্ট করে আয়োজকরা বলতে পারেননি। বলা যায় অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ‌উৎসবটি। ৮ মার্চ আয়োজকরা এই উৎসব পেছানোর ঘোষণা দিয়েছেন।

১৯ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত এ উৎসবের প্রস্তুতি চলছিল। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়া ও আয়োজক দেশ চীনের আক্রান্ত অবস্থা শোচনীয় হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও অংশগ্রহণকারী, অতিথি এবং দর্শকদের নিরাপত্তার কথা ভেবে এটি তারা করেছেন।

এদিকে, এর আগে একই কারণে জেমস বন্ড সিরিজের নতুন চলচ্চিত্র ‘নো টাইম টু ডাই’ও মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। নভেম্বরে এটি আসবে। বিপদজনক রূপ নেওয়া এ ভাইরাসের কারণে পুরো বিশ্বে বেশকিছু আয়োজন পিছিয়ে দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, বিনোদন অঙ্গনের মধ্যে চলচ্চিত্র এতে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

ভাইরাসটি ইতোমধ্যে শতাধিক দেশে ছড়িয়েছে। এতে ১ লক্ষ ১০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত। মারা গেছেন ৩৮৩১ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top