সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

চলে গেলেন মহাকাশে হাঁটা প্রথম মানুষ


প্রকাশিত:
১৩ অক্টোবর ২০১৯ ০৩:৫৮

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ০৮:০২

চলে গেলেন মহাকাশে হাঁটা প্রথম মানুষ

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: কক্ষপথে মহাকাশযানের বাইরে বের হয়ে হেঁটে বেড়ানো প্রবাদপ্রতীম সোভিয়েত যুগের মহাকাশচারী অ্যালিক্সি লিওনোভ মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থতায় ভুগে ৮৫ বছর বয়সে মস্কোরে মারা যান তিনি। রাশিয়ার রাজধানী মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।



শুক্রবার রুশ মহাকাশ সংস্থা রসকোমোস নিজেদের ওয়েবসাইটে তার মৃত্যুর ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার তরফ থেকেও লিওনোভকে স্মরণ করা হয়েছে। লিওনোভের পরিবারের এক বিবৃতিতে বলা হয়েছে, ইতিহাসে তার নাম অমলিন হয়ে থাকবে।



বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ১৯৬৫ সালের ১৮ মার্চ তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মহাকাশচারী লিওনভ প্রথমবার মহাশূন্যে হেঁটে (মূলত ভেসে বেড়ানো) ইতিহাস গড়েছিলেন। মহাকাশযানে সংযুক্ত চার দশমিক মিটার ক্যাবলে ১২ মিনিটের বেশি সময় তিনি মহাশূন্যে ভাসমান অবস্থায় ছিলেন।



মহাশূন্যে হাঁটার অভিজ্ঞতা বর্ণনা করে ২০১৪ সালে বিবিসিকে লিওনভ বলেছিলেন, এটা কল্পনা করা যায় না। শুধু এর বিশালতা অনুভব করা যায়। রুশ মহাকাশচারী ওলেগ কোনোনেনকো বলেন, লিওনভের মৃত্যুতে পুরো গ্রহের ক্ষতি হয়ে গেল।



লিওনোভের মৃত্যুর পর শোক জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ‘পুতিন সবসময়ই লিওনোভের সাহসের প্রশংসা করেছেন আর তাকে এক অসাধারণ মানুষ বলে মনে করেছেন। পশ্চিমা মহাকাশ সংস্থাগুলোর তরফ থেকেও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।



রুশ নাগরিক হলেও আলেক্সি লিওনভ ১৯৩৪ সালে সাইবেরিয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা নানা নির্যাতনের শিকার হয়ে পরিবারসহ ১৯৪৮ সালে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। লিওনভ শুধু রাশিয়া নয় একইসঙ্গে যুক্তরাষ্ট্রেও একজন আইকন হিসেবে পরিচিত ছিলেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top