সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


করোনায় বিশ্বে মৃত্যু ১ লাখ ৯৫ হাজার, আক্রান্ত ২৮ লাখ ছাড়াল


প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২০ ২০:২৫

আপডেট:
২৫ এপ্রিল ২০২০ ২০:২৭

ফাইল ছবি

 

প্রভাত ফেরী: সারাবিশ্বে দিনদিন বেড়েই চলছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। লকডাউন চলছে বিভিন্ন দেশে। ইতিমধ্যে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ছাড়িয়ে গেছে। করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লাখেরও বেশি।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৯২০ জনের। বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ৯০ হাজার ৯৮৬ জনে। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ লাখ ৮১ হাজার ৩৮২ জন।

সিএসএসই'র তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ৫১ হাজার ১৭ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ ৮ লাখ ৯০ হাজার ৫২৪ জন। মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইউরোপের দেশ ইতালি। করোনার প্রাদুর্ভাবে ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২৫ হাজার ৯৬৯ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৯৪ জন। তৃতীয় অবস্থানে থাকা স্পেনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২২ হাজার ৫২৪ জনের মৃত্যু হয়েছে। স্পেনে মৃতের সংখ্যা ইতালির চেয়ে কম হলেও আক্রান্তের সংখ্যা বেশি। স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ১৯ হাজার ৭৬৪ জন।

ইউরোপেরই অন্যান্য দেশগুলোর মধ্যে ফ্রান্সে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ হাজার ২৭৮ জন। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৪৯৫ জন। এছাড়া যুক্তরাজ্যে মৃত্যু হয়েছে ১৯ হাজার ৫৬৬ জন। আর মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৬৩৫ জন।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, বাংলাদেশে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৮৯ হন। এদের মধ্যে ১৩১ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১২ জন।

ভারতে ২৪ ঘণ্টায় ৫৭ জনের মৃত্যু: ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪২৯ জন। সব মিলিয়ে দেশটিতে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৫০৬ জনে ও মৃত্যু হয়েছে ৭৭৫ জনের। শনিবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।

এনডিটিভির প্রতিদেনে বলা হয়েছে, ভারতে গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া লকডাউন কিছু ক্ষেত্রে স্থিতিশীল করা হচ্ছে। গতকাল শুক্রবার রাতে কেন্দ্রীয় সরকার এক নির্দেশনা জারি করে বলেছে, পাড়া-মহল্লাভিত্তিক ছোট ছোট দোকানগুলো শর্ত মেনে খোলা যাবে।

গত এক সপ্তাহে ধরে ভারতে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ইতিবাচক চিত্র পাওয়া যাচ্ছে। দেশটিতে সুস্থ রোগীর হার বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৬৬ শতাংশ। লকডাউনের কারণে সংক্রমণের গতিও কমছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। গতকাল শুক্রবার ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ৮০টি জেলায় গত ১৪ দিনে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি।

মাসের মধ্যে সর্বনিম্ম মৃত্যু ইতালিতে: করোনার তাণ্ডব ছড়িয়ে পড়ার পর মৃত্যুপুরীতে রুপ নেয় ইতালি।  তবে সম্প্রতি কমতে শুরু করেছে মৃতের সংখ্যা। গেল শুক্রবার সর্বনিম্ন মৃত্যু রেকর্ড করা হয়েছে দেশটিতে।

করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার ৪২০ জন মারা গেছে ইতালিতে। যা মার্চের ১৯ তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত সর্বনিম্ন। একদিন আগে বৃহস্পতিবার মৃতের সংখ্যা ছিল ৪৬৪। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৬৯ যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৯৯৪। ইতালিতে শুক্রবারে নতুন করে ২ হাজার ১৭৩ জন মানুষকে ইনটেনসিভ কেয়ারে নেওয়া হয়েছে। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৯৪।


বিষয়: করোনা


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top