সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


করোনায় বিশ্বে আক্রান্ত ৩০ লাখ ছাড়াল, মৃত বেড়ে ২ লাখ ১১ হাজার


প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২০ ২০:৪৯

আপডেট:
২৮ এপ্রিল ২০২০ ২১:১৫

 

প্রভাত ফেরী: সারা বিশ্বে স্থবির হয়ে গেছে প্রাণঘাতী করোনাভাইরাসে। দেশে দেশে চলছে লকডাউন। প্রতিনিয়তই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর মধ্যে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় বিশ্বে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৭৭৮ জনে। আর মোট আক্রান্ত হয়েছে ৩০ লাখ ৭৩ হাজার ৮৪৫ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছে ৯ লাখ ২৪ হাজার ৬৩৪ জন। তবে ইতালিসহ কয়েকটি দেশে কিছুটা প্রভাব কমতে শুরু করেছে প্রাণঘাতী করোনাভাইরাসের। সেসব দেশ ইতোমধ্যে লকডাউন শিথিল করার চিন্তাও শুরু করেছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে মরণঘাতী করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে।

চীন সরকারের দাবি, কিছুদিন আগের মৃত্যুপুরী উহানে এখন কোনো করোনা রোগী নেই। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২১০টি দেশ ও অঞ্চল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৮৮ হাজার ৯২৮। মৃত্যু হয়েছে ৫৫ হাজার ৪৬১ জনের। আর এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৮৩ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্পেনে। সে দেশে ২ লাখ ২৯ হাজার ৪২২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৩ হাজার ৫২১ জনের, সুস্থ হয়েছে ১ লাখ ২০ হাজার ৮৩২ জন। তবে মৃতের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ২৬ হাজার ৬৪৪ জন। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৬৭৫ জন। ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ১০৩ জন। মৃতের সংখ্যা ২২ হাজার ৮৫৬ জন।

যুক্তরাজ্যেও করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ৭৩২ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৪০ জন। যুক্তরাজ্যের চেয়ে জার্মানিতে আক্রান্তের সংখ্যা বেশি হলেও তুলনামূলক মৃত্যু অনেকটাই কম সেখানে। সে দেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ১৪২। আর মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৮৫ জনের। ভারতে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৩৮০, মৃতের সংখ্যা ৮৮৬, সুস্থ হয়েছে ৬ হাজার ৫২৩ জন। পাকিস্তানে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৩২৮, মৃতের সংখ্যা ২৮১, সুস্থ হয়েছে ৩ হাজার ২৯ জন।

  


বিষয়: করোনা


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top