সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


ট্রাম্পের টুইটার অ্যাকাউ­­­­­ন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিল টুইটার


প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২১ ২২:৪৫

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৫:৫০

 

প্রভাতফেরীঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। প্রতিষ্ঠানটি বলছে, ফের সহিংসতার উস্কানি দেওয়ার ঝুঁকি থাকায় তার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে।

শুক্রবার (৮ জানুয়ারি) সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার বলেছে, @realDonaldTrump অ্যাকাউন্ট থেকে সম্প্রতি যেসব টুইট করা হয়েছে এবং এসব টুইট ঘিরে যেসব মন্তব্য ও প্রসঙ্গ উঠে এসেছে, সেসব খুব নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়েছে। এর মাধ্যমে আবার সহিংসতায় প্ররোচিত করার ঝুঁকি থাকায় তার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে।  

শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার ঘোষণা দেওয়া হয়। এর আগে ফেসবুকও ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানিয়েছে।

অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার পর ট্রাম্প তার অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে দুটি টুইট করেন। নীতিমালা লঙ্ঘনের কারণে ওই দুটি টুইট মুছে ফেলা হয়েছে বলেও জানায় টুইটার।

টুইটারের পক্ষ থেকে জানানো হয়, ‘রিয়েলডোনাল্ড ট্রাম্প অ্যাকাউন্ট থেকে করা সাম্প্রতিক টুইটগুলো এবং চারপাশের পরিস্থিতির প্রসঙ্গ পর্যালোচনা করার পর আমরা সহিংসতা আরও উস্কে দেওয়ার ঝুঁকি বিবেচনায় নিয়ে অ্যাকাউন্টটি স্থায়ীভাবে স্থগিত করেছি।’

টুইটার আরও জানায়, ‘এই সপ্তাহের ভয়াবহ ঘটনার প্রসঙ্গে আমরা বুধবার স্পষ্ট করে জানিয়েছিলাম যে টুইটারের নীতিমালা লঙ্ঘনের করা হলে এই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’   

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top