সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


টুইটার ট্রাম্পকে সরাতেই 'মোস্ট ফলোয়ার' সক্রিয় রাজনীতিবিদ মোদি


প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২১ ২৩:৩০

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০৯:২৬

 

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাকাপাকি ভাবি ব্লক করেছে টুইটার৷ মার্কিন গণতন্ত্রের পীঠস্থান ক্যাপিটল হিলে হিংসায় ইন্ধন দেওয়ার অভিযোগে তিনি সাসপেন্ড হন৷ ট্রাম্পের বিদায়ের পরেই 'মোস্ট ফলোড' সক্রিয় রাজনীতিবিদ হয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাকাপাকি ভাবি ব্লক করেছে টুইটার৷ মার্কিন গণতন্ত্রের পীঠস্থান ক্যাপিটল হিলে হিংসায় ইন্ধন দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে মাইক্রো ব্লগিং সাইট৷ টুইটার থেকে ট্রাম্পের বিদায়ের পরেই 'ফলোয়ার' সক্রিয় রাজনীতিবিদ হয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

টুইটারে ৮৮.৭ মিলিয়ন ফলোয়ার ছিল ট্রাম্পের৷ এখন মগডালে মোদি৷ ৬৪.৭ মিলিয়ন মানুষ ফলো করছেন তাঁকে৷ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যদিও ট্যুইটারে 'মোস্ট ফলোয়ার' রাজনীতিবিদ৷ ১২৭.৯ মিলিয়ন ফলোয়ার তাঁর অ্যাকাউন্টে৷ আমেরিকার নয়া প্রেসিডেন্ট জো বাইডেনের এখনই ২৩.৩ মিলিয়ন ফলোয়ার আছে৷ এরপর যদি ভারতের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ২৪.২ মিলিয়ন মানুষ ফলো করেন ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের রয়েছে ২১.২ মিলিয়ন ফলোয়ার৷

ট্রাম্পের উস্কানিমূলক মন্তব্যের পরেই বুধবার ওয়াশিংটন ডিসি-র ক্যাপিটলে হামলা চালিয়েছেন ট্রাম্প ভক্তরা। বেনজির এই ঘটনার নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব। এই ঘটনার পরেই ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট সাময়িক ভাবে বন্ধ করা হয়েছিল৷ কিন্তু ট্রাম্পের উস্কানিতে ফের তাঁর সমর্থকদের হিংসাত্মক হয়ে ওঠার আশঙ্কাতেই ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প৷ ট্যুইটারের পক্ষ থেকে জানানো হয়, হিংসায় প্ররোচনা দেওয়ার ঝুঁকিতে আমরা অ্যাকাউন্টটিকে স্থায়ীভাবে সাসপেন্ড করলাম।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top