সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


সপ্তাহের শেষে বাড়বে রাজ্যের তাপমাত্রা


প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২১ ১৯:১৭

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০০:৩৫

 

প্রভাত ফেরী: সপ্তাহের শেষ থেকেই বাড়তে শুরু করবে তাপমাত্রা জানিয়েছে আবহাওয়া দফতর।
চলতি সপ্তাহের শুরুর দিকে উধাও হয়ে গিয়েছিল শীত। চলতি মরশুমের জন্য বিদায় নিয়েছে হাড় কাঁপানো ঠাণ্ডা মনে করছিলেন সাধারণ মানুষ। কিন্তু উত্তুরে হাওয়ার সৌজন্যে ফের হাড় কাঁপানো শীত উপভোগ করতে পারছেন সাধারণ মানুষ। আজ শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ। গতকাল শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পুরুলিয়া জেলাতে শীত বজায় থাকলেও কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে রবিবার থেকেই বাড়তে শুরু করবে তাপমাত্রা। শহর কলকাতায় দাপট কমলেও উত্তরবঙ্গে দাপট দেখাবে ঘন কুয়াশা। মৌসম ভবন জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিমি হাওয়ার প্রভাব কাটিয়ে রাজ্যে প্রবেশ করেছিল উত্তুরে হাওয়া। আর এর জেরেই কমছিল তাপমাত্রা। কিন্তু উত্তর পূর্ব ভারতের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর দরুন বাড়বে বঙ্গের তাপমাত্রা।
সংশ্লিষ্ট জায়গাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল সেলসিয়াসে যথাক্রমে আসানসোল ১০.৭ ডিগ্রি, বাঁকুড়া ১১.৪ ডিগ্রি, ব্যারাকপুর ১১.২ ডিগ্রি, বর্ধমান ১২.৫ ডিগ্রি, ক্যানিং ১৩.৪ ডিগ্রি, দার্জিলিং ১১.২ ডিগ্রি সেলসিয়াস।
গতকালই জম্মু-কাশ্মীরে প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা। এর দরুন আজ জম্মু-কাশ্মীর, লাদাখ সহ উত্তর, পশ্চিম ভারতে বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আজ দুই বঙ্গের জেলাগুলি সকাল থেকে ঢাকা ছিল ঘন কুয়াশায়। দৃশ্য়মানতা কমার ফলে বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা। আপাতত কুয়াশাচ্ছন্নই থাকবে দুই বঙ্গের আকাশ জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণ-পশ্চিম পূবালি হাওয়ার জলীয় বাষ্প নিয়ে রাজ্য়ে প্রবেশ করায় বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top