সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


টলিউড স্টারেদের উপস্থিতিতে থাকতে পারে প্রার্থী তালিকায় বড় চমক


প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারি ২০২১ ১৮:০৮

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১০:২৮

 

প্রভাত ফেরী: প্রার্থী তালিকায় চমক থাকতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেই চমকে একটা বড় অংশ থাকতে পারে টলিউড স্টারেদের উপস্থিতি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে রবিবার। অন্য একটি সূত্র বলছে ঘোষণা হবে সপ্তাহের শুরুতেই। ভোটের দিন তো ঘোষণা হয়ে গিয়েছে।

যে কয়েকজন টলিউড স্টার দলে যোগ দিয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন হতে পারেন বিধানসভা নির্বাচনে প্রার্থী। সম্ভাব্য তালিকা নিয়ে চলছে জল্পনা। জল্পনা রয়েছে অভিনেত্রী সায়নী ঘোষকে নিয়ে। বিধানসভা ভোটে প্রার্থী হতে পারেন সায়নী ঘোষ। গত ২৪ তারিখ সায়নী হুগলির ডানলপে মমতা বন্দোপাধ্যায়ের সভায় যোগ দেন। এই সায়নী ঘোষ জোড়াফুল শিবিরে যোগ দেওয়ায় তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ করা হয় সায়নীকে। এর আগে অভিযোগ উঠেছিল বিজেপি তাঁর বিরুদ্ধে অসম্মানজনক কথা বলেছে। যার প্রতিবাদ করেন খোদ মমতা বন্দোপাধ্যায়।

কম বয়স, পরিচিত মুখ, সুবক্তা সায়নী এবার জোড়াফুলের প্রতীকে লড়তে পারেন বলে মনে করা হচ্ছে।জল্পনা চলছে আর এক অভিনেতা সোহম চক্রবর্তীকে নিয়ে। সোহমের অবশ্য ভোটে লড়ার অভিজ্ঞতা রয়েছে। ২০১৬ সালে বাঁকুড়ার বড়জোড়া বিধানসভায় তাকে প্রার্থী করেছিল দল। অল্প ভোটের ব্যবধানে হেরে যায় সোহম। যদিও সোহম একেবারে ঘরের ছেলে তৃণমূলের। সাংগঠনিক পদেও তাকে রাখা হয়েছে। সে একাধিক সভা, মিছিলে যোগ দেয়। এখন থেকেই বিভিন্ন জায়গায় প্রচারে ব্যস্ত সে। পরিচিত মুখ, রাজনীতি করছে, ভোটে লড়ার অভিজ্ঞতা থেকে টিকিট মিলতে পারে সোহমের৷ জল্পনা রয়েছে অভিনেত্রী 'বাহা' ওরফে রণিতা দাসকে নিয়ে। জল্পনা রয়েছে অভিনেত্রী জুন মালিয়াকে নিয়ে। দীর্ঘদিন ধরে তৃণমূলের বিভিন্ন সভা-মিছিলে দেখা যায় তাঁকে। গত ২৪ তারিখ সে দলে যোগ দিয়েছে মমতা বন্দোপাধ্যায়ের হাত ধরে। পরিচিত এই মুখের জুটতে পারে প্রার্থীপদ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top