সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


মিয়ানমারে সহিংসতা নিরসনে আসিয়ানের পাঁচ দফা - রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা : মু: মাহবুবুর রহমান


প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২১ ২২:২২

আপডেট:
২৬ এপ্রিল ২০২১ ২৩:২০

ছবিঃ আসিয়ান সামিট

 

মিয়ানমারে হত্যাকাণ্ডের অবসান ও রাজনৈতিক বন্দীদের মুক্তিসহ পাঁচ দফা দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শনিবার (২৪ এপ্রিল) আসিয়ান নেতাদের বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এই আহবান জানান আসিয়ানভুক্ত দেশগুলোর নেতারা। 

আসিয়ানের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, জনগণের স্বার্থে শান্তিপূর্ণ সমাধানের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে গঠনমূলক সংলাপ শুরু করতে হবে। যে পাঁচটি বিষয়ে ঐকমত্যে পৌঁছে ১০টি দেশের জোট, (আসিয়ান) নেতারা সেগুলো হলো: 

১. মিয়ানমারে বিবদমান সব পক্ষ তাৎক্ষণিকভাবে সহিংসতার পথ ত্যাগ করবে ও চূড়ান্ত সংযম পালন করবে। 
২. জনগণের স্বার্থে শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের উপায় খুঁজতে সংশ্লিষ্ট সব পক্ষকে গঠনমূলক সংলাপ শুরু করতে হবে।
৩. আসিয়ানের সেক্রেটারি জেনারেলের সহায়তায় জোটের চেয়ারম্যানের বিশেষ দূত সংলাপে মধ্যস্ততা করবেন।  
৪. আসিয়ান মিয়ানমারে মানবিক সহায়তা প্রদান করবে। 
৫. আসিয়ানের বিশেষ দূত ও প্রতিনিধিদল বিবদমান পক্ষগুলোর সঙ্গে কথা বলার জন্য মিয়ানমার সফর করবেন। 

আসিয়ানের পাঁচ দফা দাবিকে স্বাগত জানিয়েছে মিয়ানমারের সামরিক জান্তার বিরোধী নতুন গঠিত সমান্তরাল ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গর্ভনমেন্ট (এনইউজি)। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তারা মিয়ানমারে গণতন্ত্র ও স্বাধীনতার পুনরুদ্ধারে আসিয়ানের সিদ্ধান্ত অনুসারে পদক্ষেপের প্রত্যাশা করছেন। 

আসিয়ান সম্মেলনে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন জোটের নেতারা। বিশেষ করে বাংলাদেশে মানবিক আশ্রয় নেওয়া ১ মিলিয়নের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে নেয়ার ব্যাপারে জান্তা প্রধানকে পরামর্শ দেন আসিয়ান নেতৃত্ব। এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ পদ্ধতিতে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে অনুরোধ করা হয়। 

আসিয়ান জোটের অংশ হওয়া সত্ত্বেও থাইল্যান্ড ও ফিলিপাইনের সরকার প্রধান নিজ দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে ব্যস্ত থাকায় জাকার্তা সম্মেলনে যোগ দিতে পারেননি তবে এ দু'দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সম্মেলনে উপস্থিত ছিলেন। মিয়ানমার ছাড়া আসিয়ানের অন্যান্য সদস্য দেশ হলো - ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

মিয়ানমারেরক্তপাত বন্ধ করতে আয়োজিত বিশেষ এ বৈঠকে দেশটির ক্ষমতা দখলকারী সেনাপ্রধান মিন অং হ্লাইং উপস্থিত ছিলেন। গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর সামরিক বাহিনীর প্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের এটাই ছিলো প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর। আসিয়ানভুক্ত সকল দেশের নেতারা জেনারেল মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকলেও তাকে মিয়ানমারের প্রধান হিসেবে সম্ভাষণ থেকে বিরত থাকেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। 

তবে সমালোচকরা বলেছেন, মিয়ানমারের সেনাপ্রধানের জাকার্তা সম্মেলনে যোগ দেয়ার সিদ্ধান্তটি অগ্রহণযোগ্য। তারা বলছেন, ‘এই সিদ্ধান্ত মিয়ানমারের সেনা অভ্যুত্থান ও এরপর আন্দোলনকারীদের সঙ্গে হওয়া মারাত্মক অন্যায়কে বৈধতা দেওয়ার মতো।’ অবশ্য মিয়ানমার সেনাপ্রধানের আসিয়ান সম্মেলনে যোগদানের সিদ্ধান্তকে মিয়ানমার সংকট নিরসনে আসিয়ান জোটের বড় ভূমিকা রাখার সুযোগ বলে মনে করছেন অনেক বিশ্লেষক। 

সেনাবাহিনীরক্ষমতা দখলের পর আসিয়ান জোট থেকে মিয়ানমারকে বের করে দেওয়ার দাবিও উঠেছিলো। তবে আসিয়ান জোটের সদস্যরা ঐতিহাসিকভাবে একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে সাধারণত হস্তক্ষেপ করে না। এর আগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমারের সংকট নিরসনে আসিয়ান নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন 

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী দেশটির ক্ষমতা দখল করে নেয়। আটক করা হয় অং সান সু চসহ দেশটির রাজনৈতিক নেতাদের। এরপর থেকে মিয়ানমারে অব্যাহতভাবে বিক্ষোভ চলছে। আড়াই মাস ধরে চলা বিক্ষোভে মিয়ানমারে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে সাতশ’রও বেশি মানুষ মারা গেছেন বলে জানিয়েছে অধিকার সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি)। এছাড়া আটক হয়েছেন সাংবাদিক, শিল্পীসহ তিন সহস্রাধিক বিক্ষোভকারী। 

 

 

মু: মাহবুবুর রহমান  
নিউজিল্যান্ডের মেসি ইউনিভার্সিটির পিএইচডি গবেষক 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top