সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


বাঙালি প্রফেসর মোহন দত্ত পেলেন অউব্রে ফিশার মেন্টরশিপ অ্যাওয়ার্ড  


প্রকাশিত:
৮ জুন ২০২১ ১৮:৫২

আপডেট:
৯ জুন ২০২১ ১৭:০৭

  

এ বছর (২০২১) ইন্টারন্যাশনাল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন (আইসিএ, International Communication Association-ICA) প্রদত্ত অউব্রে ফিশার মেন্টরশিপ অ্যাওয়ার্ড – ২০২১ (Aubrey Fisher Mentorship Award -2021) এ ভূষিত হয়েছেন বাঙালি প্রফেসর মোহন দত্ত। বর্তমানে নিউজিল্যান্ডের মেসি ইউনিভার্সিটিতে কর্মরত, ভারতের পশ্চিমবঙ্গে জন্ম নেয়া প্রফেসর মোহন দত্ত কমিউনিকেশন তথা যোগাযোগ মাধ্যমে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ অউব্রে ফিশার মেন্টরশিপ অ্যাওয়ার্ড এ ভূষিত হন।  

অউব্রে ফিশার মেন্টরশিপ অ্যাওয়ার্ড হলো কমিউনিকেশন তথা যোগাযোগ বিভাগে সবচেয়ে দামি পুরস্কারের মধ্যে অন্যতম। কমিউনিকেশন তথা যোগাযোগ বিভাগের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন (আইসিএ) ১৯৮৮ সাল থেকে এ পুরস্কার প্রদান করে আসছে। বিশ্ববিখ্যাত সামাজ বিজ্ঞানী বি অউব্রে ফিশারের নামানুসারে প্রদত্ত এ পদক তাদেরকেই প্রদান করা হয় যারা কাজের মাধ্যমে তাঁদের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের কমিউনিকেশন তথা যোগাযোগ মাধ্যমে কাজ করতে উৎসাহিত করেন।  

আইসিএ'র বর্তমান সদস্য সংখ্যা ৪৫০০ এর বেশি যারা সবাই কমিউনিকেশন তথা যোগাযোগ মাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট এবং বিশ্বের ৮০ টি বেশি দেশের যোগাযোগকর্মীরা এর সঙ্গে সম্পৃক্ত। প্রফেসর মোহন দত্তকে অউব্রে ফিশার মেন্টরশিপ অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে আইসিএ তাদের বিবৃতিতে জানায়, ‘‘মোহন দত্তের অক্লান্ত পরিশ্রমের কারণে যোগাযোগ মাধ্যম আরো বেশি ব্যাপকতা পেয়েছে। বিশেষ করে সাদা বা হোয়াইট আধিপত্যবাদের বিরুদ্ধে মোহন দত্তের সাহসী ভূমিকা প্রসংশনীয়। দক্ষিণ গোলার্ধের শিক্ষার্থীদের জন্য সুযোগ সৃষ্টিতে মোহন দত্ত অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।’’  

ভারতের পশ্চিমবঙ্গের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ব্যাচেলর শেষ করে মোহন দত্ত যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটা (University of Minnesota) থেকে ২০০১ সালে পিএইচডি সম্পন্ন করেন। এরপর যুক্তরাষ্ট্রের পারডু ইউনিভার্সিটি (Purdue University) তে শিক্ষকতা পেশায় যোগ দিয়ে ঐ ইউনিভার্সিটিতেই প্রফেসর হিসেবে পদোন্নতি পান মোহন দত্ত।   

২০১০ সালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটিতে যোগদান করেন প্রফেসর মোহন দত্ত। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটিতে কর্মরত থাকা অবস্থায় ২০১২ সালে প্রফেসর মোহন দত্ত প্রতিষ্ঠা করেন সেন্টার ফর কালচার-সেন্টারড এপ্রোচ টু রিসার্চ এন্ড ইভাল্যুয়েশন (কেয়ার, Center for Culture-Centered Approach to Research and Evaluation, CARE)। প্রতিষ্ঠার পর থেকেই প্রফেসর মোহন দত্ত কেয়ার সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।   

২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত কেয়ার সিঙ্গাপুরে থেকে সিঙ্গাপুরে অবস্থানরত অভিবাসী, যৌনকর্মী, ভারতের কৃষক ও বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা ও সমাধানের উপায় নিয়ে গবেষণা পরিচালনা করে। কেয়ার বর্তমানে নিউজিল্যান্ডের মেসি ইউনিভার্সিটির একটি গবেষণা সেন্টার হিসেবে কাজ করছে এবং কেয়ারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা তাঁদের গবেষণা অব্যাহত রেখেছেন। কেয়ারের মাধ্যমে এ পর্যন্ত ১০ জনের বেশি গবেষক পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।  

প্রফেসর মোহন দত্ত কালচার-সেন্টারড এপ্রোচ (Culture-Centered Approach- CCA) নামে একটি তত্ত্বের উদ্ভাবক যা ইতোমধ্যে কমিউনিকেশন তথা যোগাযোগ মাধ্যমের গবেষণামূলক তত্ত্ব হিসেবে প্রতিষ্ঠিত এবং যে তত্ত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)ও গ্রহণ করেছে। কালচার-সেন্টারড এপ্রোচ এর মূলকথা হলো যেকোনো সমস্যা সমাধানে কমিউনিটি বা সমাজকেই সবার আগে এগিয়ে আসতে হবে এবং সে সমাধান হতে হবে ঐ কমিউনিটি বা সমাজের সংস্কৃতিকেন্দ্রিক।  

প্রফেসর মোহন দত্ত বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা ও সমাধানের উপায় নিয়ে কমিউনিকেশন তথা যোগাযোগ বিষয়ে ১০টিরও বেশি বই লিখেছেন এবং তাঁর গবেষণা প্রবন্ধের সংখ্যা ২০০ টির বেশি।  

শিক্ষকতার দীর্ঘ এ কর্মজীবনে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন প্রফেসর মোহন দত্ত। ২০২০ সালে ন্যাশনাল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন (National Communication association) প্রফেসর মোহন দত্তকে চার্লস এইচ উলবার্ট রিসার্চ অ্যাওয়ার্ড (Charles H. Woolbert Research Award) ও গোল্ডেন অ্যানিভার্সারি মনোগ্রাফ অ্যাওয়ার্ড (Golden Anniversary Monograph Award) এ ভূষিত করে।   

ইন্টারন্যাশনাল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন প্রফেসর মোহন দত্তকে ২০১৬ সালে অ্যাপ্লায়েড/পাবলিক পলিসি কমিউনিকেশন অ্যাওয়ার্ড (Applied/Public Policy Communication Research Award), ২০১৮ সালে আউটস্ট্যান্ডিং হেলথ কমিউনিকেশন স্কলার অ্যাওয়ার্ড (Outstanding Health Communication Scholar Award) প্রদান করে এবং ২০২০ সালে আইসিএ ফেলো (ICA Fellow) নির্বাচিত করে। আর সর্বশেষ প্রফেসর মোহন দত্ত পেলেন ‘অউব্রে ফিশার মেন্টরশিপ অ্যাওয়ার্ড – ২০২১’।  

অউব্রে ফিশার মেন্টরশিপ অ্যাওয়ার্ড এ ভূষিত হওয়ায় প্রফেসর মোহন দত্ত মেসি ইউনিভার্সিটি এবং তাঁর প্রতিষ্ঠিত কেয়ার সেন্টার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। ইন্টারন্যাশনাল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন (আইসিএ) প্রদত্ত এ পুরস্কার তাঁকে বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা সমাধানে কাজ করতে আরো উৎসাহ যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।    

 

মু: মাহবুবুর রহমান
নিউজিল্যান্ডের মেসি ইউনিভার্সিটির পিএইচডি গবেষক  



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top